হান্ডিয়াল ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা
পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে হান্ডিয়াল ইউনিয়ন শাখার কৃষকদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। এ সময় হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসন।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হান্ডিয়াল ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—
আবু হানিফ, সাবেক সভাপতি, বিএনপি হান্ডিয়াল ইউনিয়ন শাখা;
ছবির উদ্দিন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক;
অহেদ মেম্বার, সাবেক সদস্য সচিব;
আব্দুর সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জাকিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল;
গোলজার হোসেন, সদস্য সচিব, যুবদল;
সাদেক হোসেন, সাবেক আহ্বায়ক, কৃষকদল;
আরিফুল ইসলাম, সদস্য, কৃষকদল।
এছাড়া উপস্থিত ছিলেন—
আযনাল হোসেন, সভাপতি, শ্রমিক দল;
মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, শ্রমিক দল;
রাকিব হোসেন, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল;
মোহাম্মদ আরিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল;
এবং লিটন হোসেন, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচিতে নেতাকর্মীরা হান্ডিয়াল ইউনিয়নের জনগণের কাছে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, তুহিন একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মনোনয়ন ঘোষণার পর থেকেই কৃষিবিদ হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় ধারাবাহিকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন