নড়াইলে কালিয়ার–চাপাইল প্রধান সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ।
স্টাফ রিপোর্টার : লিটন শিকদার
নড়াইলে কালিয়ার–চাপাইল প্রধান সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ।
থাকায় চরম ধূলোময়লার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরসপুর মধুমতি মাধ্যমিক বিদ্যালয় থেকে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি যেন ধূলোর সম্রাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিন সড়ক দিয়ে চলাচলকারী শিশু, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের কার্পেটিং তুলে ফেলার পর দীর্ঘ সময় ধরে কোনো কাজ না করায় সামান্য বাতাসেই চারদিকে ধূলা উড়ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের যাত্রীদের শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান অভিভাবকরা।
এলাকাবাসীরা আরও জানান, ধূলোর কারণে দোকানপাটে ক্রেতা কমে গেছে এবং আশপাশের বসতবাড়িতে বসবাস করাও কষ্টকর হয়ে উঠেছে। দ্রুত সংস্কার কাজ শেষ না হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়েছেন।
০১৭১৬-৮০২২৩০

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন