জুলাই যোদ্ধা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শরিফ ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন। তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে তার ত্যাগ ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশ বিনির্মাণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে শহিদ ওসমান হাদির সাহসী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াত নেতা মিয়া মো. লিয়াকত হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন