ওপেন নিউজ ২৪

কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা

কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা
জেলা বিএনপি সভাপতি : জাহাঙ্গীর আলম বিশ্বাস

কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : লিটন শিকদার 


হান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালিয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।


শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,

“মহান বিজয় দিবস আমাদের কেবল আনন্দের নয়, এটি সেই অমর আত্মত্যাগের স্মারক, যার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো সেই স্বাধীনতা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা।”


তিনি আরও বলেন,

“বিজয় দিবস আমাদের শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মৃতিতে নয়, প্রতিদিনের কর্মে বাস্তবায়ন করতে হবে।”


স্থানীয় জনগণ, যুবসমাজ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,

“বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আজ সময়ের দাবি। স্বাধীনতা রক্ষায় সততা, সাহস ও ঐক্যের কোনো বিকল্প নেই।”


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান (মিলু), কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং হোসেনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image
কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপি সভাপতির শ্রদ্ধাস্টাফ রিপোর্টার : লিটন শিকদার মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালিয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,“মহান বিজয় দিবস আমাদের কেবল আনন্দের নয়, এটি সেই অমর আত্মত্যাগের স্মারক, যার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো সেই স্বাধীনতা রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা।”তিনি আরও বলেন,“বিজয় দিবস আমাদের শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা শুধু স্মৃতিতে নয়, প্রতিদিনের কর্মে বাস্তবায়ন করতে হবে।”স্থানীয় জনগণ, যুবসমাজ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আজ সময়ের দাবি। স্বাধীনতা রক্ষায় সততা, সাহস ও ঐক্যের কোনো বিকল্প নেই।”এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. অহিদুজ্জামান (মিলু), কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং হোসেনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত