মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের ঐতিহাসিক বরইতলা স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটির তাৎপর্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ছিল পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত।
১৬ ডিসেম্বর মঙ্গলবার কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাংবাদিক শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের রক্তে অর্জিত এই স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে একাত্তরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপস্থিত প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকাবাসী।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন