মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। শ্রদ্ধা, আলোচনা ও দোয়ার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর সম্মানে স্মরণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় কাজিপুর সদরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত সেলিম রেজা।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন