মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটির সূচনা হয় ভোরের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এবং কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মহান বিজয় দিবসের এসব কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জের কাজিপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির বীর শহীদদের, যাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও লাল-সবুজের পতাকা।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন