ওপেন নিউজ ২৪

নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

 নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
প্রতিনিধি : লিটন সিকদার

নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

কালিয়া নড়াইল : প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিমের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নড়াগাতী থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় নড়াগাতী অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় ওসি মোঃ আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।


তিনি আরও বলেন, নড়াগাতী থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।


এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।


সভা শেষে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image
নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়কালিয়া নড়াইল : প্রতিনিধিনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিমের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নড়াগাতী থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় নড়াগাতী অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ওসি মোঃ আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।তিনি আরও বলেন, নড়াগাতী থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।সভা শেষে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত