মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) রংপুরে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর সিটি করপোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ মারুফাত হুসাইন, পুলিশ সুপার, রংপুর মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, আরো উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর , জনাব মো: মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনাব মো: আশরাফুল ইসলাম, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর। জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), জনাব রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার এই ঘৃণ্য ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন