ওপেন নিউজ ২৪

গাজীপুরের শ্রীপুরে ‘মানবাধিকার কর্মী’ সেজে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ, ৫ জন আটক

গাজীপুরের শ্রীপুরে ‘মানবাধিকার কর্মী’ সেজে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ, ৫ জন আটক
ভুয়া সংবাদকর্মী


গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘মানবাধিকার কর্মী’ সেজে ফার্মেসিতে অভিযান চালানো ও চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পৃথক দুটি ঘটনায় তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চাঁদাবাজির আরেকটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসিতে একদল ব্যক্তি মানবাধিকার কর্মী হিসেবে অভিযান চালাতে গেলে দোকান মালিক সন্দিহান হন। তার ডাকে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে ওই দলকে আটক করে। আটকরা তাদের পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে ১০ ডিসেম্বর শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মীর পরিচয়ে ঢুকে ফার্মেসি মালিক রাজিব আহমেদকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধ লুট করে নিয়ে যান। ফার্মেসি মালিক পরবর্তীতে এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জোনায়েদ হোসাইন জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি দেখে সন্দেহভাজনদের থানায় আনা হয়েছে। তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২) থানায় আটক করা হয়েছে।


শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, "এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"


উল্লেখ্য, উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


গাজীপুরের শ্রীপুরে ‘মানবাধিকার কর্মী’ সেজে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ, ৫ জন আটক

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘মানবাধিকার কর্মী’ সেজে ফার্মেসিতে অভিযান চালানো ও চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পৃথক দুটি ঘটনায় তাদের আটকের পর পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চাঁদাবাজির আরেকটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসিতে একদল ব্যক্তি মানবাধিকার কর্মী হিসেবে অভিযান চালাতে গেলে দোকান মালিক সন্দিহান হন। তার ডাকে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে ওই দলকে আটক করে। আটকরা তাদের পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।এর আগে ১০ ডিসেম্বর শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মীর পরিচয়ে ঢুকে ফার্মেসি মালিক রাজিব আহমেদকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধ লুট করে নিয়ে যান। ফার্মেসি মালিক পরবর্তীতে এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জোনায়েদ হোসাইন জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি দেখে সন্দেহভাজনদের থানায় আনা হয়েছে। তাদের ব্যবহৃত একটি হায়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২) থানায় আটক করা হয়েছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, "এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"উল্লেখ্য, উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত