ওপেন নিউজ ২৪
রাজনীতি

রাজনীতি

শরিক ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কাজিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরিক ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কাজিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শরিক ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কাজিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, “নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণ তারই প্রমাণ। তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।”

তিনি আরও বলেন, “এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সারা দেশের মতো কাজিপুরেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশে নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিরাপদ নির্বাচনী পরিবেশ এখন সময়ের দাবি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মোঃ শফিকুল ইসলাম লালচান বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি , মো: আব্দুল মমিন ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদ। মাহফুজুর রহমান ডেবিট খান সাবেক ব্যাংকার। মনজুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক। সুজন মন্ডল বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল ও তাঁতদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


শরিক ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কাজিপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিক্ষোভ চলাকালে সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, “নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণ তারই প্রমাণ। তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।”তিনি আরও বলেন, “এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সারা দেশের মতো কাজিপুরেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”সমাবেশে নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিরাপদ নির্বাচনী পরিবেশ এখন সময়ের দাবি।প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মোঃ শফিকুল ইসলাম লালচান বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি , মো: আব্দুল মমিন ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদ। মাহফুজুর রহমান ডেবিট খান সাবেক ব্যাংকার। মনজুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক। সুজন মন্ডল বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল ও তাঁতদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত