রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে

আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো  পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে
আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে

পাবনায় আলোচিত  শিশু  হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে  সিআইডি ক্রাইম সিনে  

ডিএনএ পরীক্ষা নির্দেশ দিলেন  আদালত ।

গতকাল ১১ই ডিসেম্বর  বৃহস্পতিবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আমলী আদালতে  ১ এর  বিজ্ঞ  বিচারক  মোরশেদুল আলম  এই আদেশ দেন । এর আগে  এই মামলার তদন্ত কর্মকর্তা  সঞ্জয় কুমার সাহা  গ্রেফতারকৃত তিনজন  আসামীকে ৫ দিনের  রিমান্ড শুনানীর আবেদন করলে  বিজ্ঞ আদালত ৩ দিনের ডিমান্ড  আবেদন মঞ্জুর করেন । রিমান্ডে আসামীদের কাছ থেকে  উল্লেখযোগ্য কোন তথ্য না পাওয়ায় বিজ্ঞ আদালত ডি এন এ  সিন করার  আদেশ দেন ।আজ রবিবার  তাদের  সিআইডি ক্রাইম সিনে  ঢাকায় নেওয়া  হচ্ছে । প্রকাশ  ১৫ নভেম্বর  শিশু  রওসান ফেরদৌস হাফসাকে  ধর্ষণের পর হত্যা করে  এলাকার চিহ্নিত  সন্ত্রাসীরা । এ ব্যাপারে নিহত  হাফসার মা  ঋতু খাতুন  ৩ জন নামীয় ও অজ্ঞাতনামা  কয়েকজনকে আসামী করে পাবনা সদর থানায়  একটি হত্যা মামলা দায়ের করে । এ দিকে এই মামলাটি প্রভাব খাটিয়ে  ভিন্ন  দিকে নিতে সক্রিয় একটি রাজনৈতিক মহল । এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার  ক্রাইম  রেজিনূর রহমান  ভোরের দর্পণের এই প্রতিনিধিকে জানান  হাফসা ধর্ষণ ও হত্যা   ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা  পেয়েছি  মামলা তদন্তের স্বার্থে এখনই কোন কিছু বলা যাচ্ছে না । তবে খুব শীঘ্রই  এই হত্যাকাণ্ড ঘটনার মূল রহস্য উন্মোচন করা হবে । কোন  প্রভাবশালী  রাজনৈতিক  মহলের চাপ আছে কিনা এক প্রশ্নের জবাবে তিনি জানান    সার্বিক ভাবে এই মামলাটি নিয়ে চাপের মধ্যে রয়েছি । এ দিকে নিহত হাফসার পরিবারের দাবি  মামলাটি  থানা পুলিশ তদন্ত করলে  ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া সম্ভাবনা রয়েছে  ।  তাই  মামলাটি  জেলা গোয়েন্দা সিআইডি অথবা  পিবিআইকে  দিয়ে তদন্ত করানোর অনুরোধ জানান পাবনা পুলিশ সুপারের নিকট।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫


আদালতের নির্দেশে সিআইডি ক্রাইম সিনে নেওয়া হলো পাবনায় হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image
পাবনায় আলোচিত  শিশু  হাফসা ধর্ষণ ও হত্যা মামলার ৩ আসামীকে  সিআইডি ক্রাইম সিনে  ডিএনএ পরীক্ষা নির্দেশ দিলেন  আদালত ।গতকাল ১১ই ডিসেম্বর  বৃহস্পতিবার পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আমলী আদালতে  ১ এর  বিজ্ঞ  বিচারক  মোরশেদুল আলম  এই আদেশ দেন । এর আগে  এই মামলার তদন্ত কর্মকর্তা  সঞ্জয় কুমার সাহা  গ্রেফতারকৃত তিনজন  আসামীকে ৫ দিনের  রিমান্ড শুনানীর আবেদন করলে  বিজ্ঞ আদালত ৩ দিনের ডিমান্ড  আবেদন মঞ্জুর করেন । রিমান্ডে আসামীদের কাছ থেকে  উল্লেখযোগ্য কোন তথ্য না পাওয়ায় বিজ্ঞ আদালত ডি এন এ  সিন করার  আদেশ দেন ।আজ রবিবার  তাদের  সিআইডি ক্রাইম সিনে  ঢাকায় নেওয়া  হচ্ছে । প্রকাশ  ১৫ নভেম্বর  শিশু  রওসান ফেরদৌস হাফসাকে  ধর্ষণের পর হত্যা করে  এলাকার চিহ্নিত  সন্ত্রাসীরা । এ ব্যাপারে নিহত  হাফসার মা  ঋতু খাতুন  ৩ জন নামীয় ও অজ্ঞাতনামা  কয়েকজনকে আসামী করে পাবনা সদর থানায়  একটি হত্যা মামলা দায়ের করে । এ দিকে এই মামলাটি প্রভাব খাটিয়ে  ভিন্ন  দিকে নিতে সক্রিয় একটি রাজনৈতিক মহল । এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার  ক্রাইম  রেজিনূর রহমান  ভোরের দর্পণের এই প্রতিনিধিকে জানান  হাফসা ধর্ষণ ও হত্যা   ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা  পেয়েছি  মামলা তদন্তের স্বার্থে এখনই কোন কিছু বলা যাচ্ছে না । তবে খুব শীঘ্রই  এই হত্যাকাণ্ড ঘটনার মূল রহস্য উন্মোচন করা হবে । কোন  প্রভাবশালী  রাজনৈতিক  মহলের চাপ আছে কিনা এক প্রশ্নের জবাবে তিনি জানান    সার্বিক ভাবে এই মামলাটি নিয়ে চাপের মধ্যে রয়েছি । এ দিকে নিহত হাফসার পরিবারের দাবি  মামলাটি  থানা পুলিশ তদন্ত করলে  ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া সম্ভাবনা রয়েছে  ।  তাই  মামলাটি  জেলা গোয়েন্দা সিআইডি অথবা  পিবিআইকে  দিয়ে তদন্ত করানোর অনুরোধ জানান পাবনা পুলিশ সুপারের নিকট।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত