ফরিদপুরের সালথায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে দলীয় পোস্টার অপসারণ করছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সালথা উপজেলার বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় ফরিদপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হোসরাব হোসেনের নানা ধরনের পোস্টার নিজ দলের নেতাকর্মীদের ছিড়ে ফেলতে দেখা যায়।
এসময় উপস্থিত থেকে সালথা উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বেচ্ছায় আমাদের সব পোস্টার অপসারণ করেছি। ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা এলাকায় কোনো পোস্টার, ব্যানার বা গেট রাখা হবে না—ইনশাআল্লাহ।”
এর আগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে
নির্বাচন কমিশনার আবুল ফজল মো.
সানাউল্লাহ জানিয়েছেন, নির্দেশনা অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা
৬টার মধ্যে আগাম প্রচার সামগ্রী
সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনী
আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা
নেওয়া হবে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন