সিরাজগঞ্জে জনতার দলের ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার রাজধানীতে জনতার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের নেতৃত্বে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানাকে সভাপতি এবং মোঃ ইশান আমান উল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন—সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন ও মোঃ মজনু সরকার;দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিব;ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল বাকি;সমাজসেবা সম্পাদক মোছাঃ লিপি আক্তার ও সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি;প্রচার সম্পাদক মোছাঃ মেহেজাবিন, সহ-প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মুন্নাফ ও মোঃ অলিদ তালুকদার;সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ রেজা খান, সহ-সম্পাদক মোঃ আহামেদ অনিক;ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলিম স্যার ও সহ-সম্পাদক মোঃ সোহাগ সরকার;উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের স্যার, সহ-সম্পাদক মোঃ হারুন শেখ;কোষাধ্যক্ষ মোঃ আতিকুল হাসান শুভ ও সহ-কোষাধ্যক্ষ মোঃ তানভীর হাসান;সহ-ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ কাউছার হাসান।
জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, “জনতার দল একটি সেবামূলক রাজনৈতিক সংগঠন। কৃষক, শ্রমিক, দিনমজুর ও অসহায় মানুষের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জনতার দলের অঙ্গীকার।”
তিনি আরও জানান, নতুন জেলা কমিটি নবীন ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে। দলটি বাংলাদেশের মধ্যমপন্থী জাতীয়তাবাদকে ধারণ করে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা, জনগণের কল্যাণ ও লিঙ্গসমতার ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবে।
বগঠিত সিরাজগঞ্জ জেলা কমিটি শীঘ্রই সাংগঠনিক কার্যক্রম জোরদার ও স্থানীয় পর্যায়ে দলকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গেছে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন