লালপুরে ট্রলির ধাক্কায় যুবক নিহত
নাটোররে লালপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার রুইগাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত মেহেদী অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে ও শরিফের ছেলে নাফিজ (১৯) আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুইগাড়ির দিকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালক মেহেদী (২১) মারা যায়।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন