পাবনায় সড়ক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার বেলা ১টার দিকে পাবনা পৌরসভার সামনে জেলা প্রশাসক শাহেদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হেলমেটবিহীন চালকসহ কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং চালকদের সচেতন করা হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সড়ক নিরাপত্তা জোরদারে এমন অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও বলেন, অবৈধ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সড়কে চলতে দেওয়া হবে না।
অভিযানে জেলা প্রশাসন, বিআরটিএ কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন