লামায় নাজু কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফাইতং ইউনিয়ন আব্দুল জলিল কোং ৬ ঘন্টা আগে

নড়াইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ৭ ঘন্টা আগে

দারুল হিকমাহ নূরানী মডেল মাদ্রাসা ও মাতাব্বর পাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে আনাস বিন ফায়সালের অসাধারণ সাফল্য ১১ ঘন্টা আগে

সালথায় নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণ করল জামায়াত ১২ ঘন্টা আগে

গোপালগঞ্জে দু’গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, আহত ২০ ১৩ ঘন্টা আগে
ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

পাবনায় পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগেদ

পাবনায় পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগেদ
পাবনায় পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে

পাবনায় এক  পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে । পাবনার আটঘরিয়া উপজেলার  পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা  আব্দুল হালিম ও চেইন ম্যান  আসলাম হোসেনের বিরুদ্ধে  অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ।  সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিসের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জবাবদিহিতা না থাকায়  চেইনম্যান   আসলাম হোসেন ও  আব্দুল হালিম তাদের খেয়াল খুশির মত  অনিয়মিত  অফিস করছেন ।  তারা প্রায় দিনই ৩ থেকে  সাড়ে তিনটার মধ্যেই অফিস বন্ধ করে চলে যান । আবার কখনো কখনো বেলা ১১ টায় অফিসে আসেন ।  

 অথচ  পরিসংখ্যানের দায়িত্ব এবং গুরুত্ব দেশ  রাষ্ট্রের জন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । পরিসংখ্যান অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো হলো একটি দেশ বা অঞ্চলের জন্য নির্ভরযোগ্য  ও সময়োপযোগী  পরিসংখ্যান তথ্য সংগ্রহ  প্রক্রিয়া বিশ্লেষণ  ও প্রকাশ করা ।  এই তথ্যগুলো সরকার, গবেষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের নীতি প্রণয়ন, পরিকল্পনা তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে । এছাড়াও  পরিসংখ্যান অফিসের প্রধান কাজগুলো  হলো জনসংখ্যা, কৃষি, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, শ্রমশক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত আদমশুমারি ও নমুনা জরিপ পরিচালনা করা। বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রশাসনিক রেকর্ড যেমন জন্ম, মৃত্যু, আমদানি-রপ্তানি, কর ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা ​সংগৃহীত কাঁচা তথ্যকে পরিষ্কার, যাচাই ও সমন্বয় করে ব্যবহারযোগ্য ডেটা সেটে রূপান্তর করা। ​বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করা এবং মূল প্রবণতা ও ফলাফল বের করা। দেশের অর্থনৈতিক  স্বাস্থ্য   বোঝার জন্য  গুরুত্বপূর্ণ সূচক তৈরি করা  যেমন মোট দেশজ উৎপাদন জিডিপি হিসাব করা । মুদ্রাস্ফীতি  ও মূল্যস্ফীতি পরিমাপের জন্য  ভোক্তামূল্য সূচক  তৈরি করা । 

​সময়মতো এবং সহজবোধ্য বিন্যাসে বিশ্লেষণকৃত তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা যেমন, বার্ষিক প্রতিবেদন, ত্রৈমাসিক বুলেটিন, বিশেষ প্রকাশনা ​ডেটাবেস বা ওয়েবসাইটের মাধ্যমে জনগণের জন্য তথ্য সহজলভ্য করা। এ সকল বিষয়ে  মাঠের ময়দানে ঘুরে  উক্ত সংগ্রহ করার কথা থাকলেও ।  তা না করে ঘরে বসেই প্রতিবেদন তৈরি করে  দেশ ও রাষ্ট্রের  পরিসংখ্যান জরিপকে  ভুল পথে ধাবিত করার চেষ্টা করছেন  এই দুই কর্মকর্তারা । যেখানে  

আন্তর্জাতিক মানদণ্ড এবং উত্তম অনুশীলনের সাথে সঙ্গতি রেখে পরিসংখ্যানিক মান ও পদ্ধতি বজায় রেখে ​পরিসংখ্যান ব্যবস্থার গুণগত মান এবং কার্যকারিতা ক্রমাগত উন্নত করার জন্য গবেষণা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ।  সেখানে   এই দুই কর্মকর্তা  নিয়মিত মাট জরিপ না করেই  ঘরে বসে  তাদের খেয়াল খুশি হতে তথ্য সরবরাহ করায় দেশের পরিসংখ্যান জরিপ কে ভুল পথে ধাবিত করছে । পরিসংখ্যান অফিস হলো দেশের উন্নয়ন পরিকল্পনা ও  প্রকৃতির আয়না  স্বরূপ । আটঘরিয়া  উপজেলা পরিসংখ্যান অফিসে  সরজমিনে গেলে  অফিস চলাকালীন সময়ে    আসলাম হোসেনকে অফিসে পাওয়া যায়নি । 

আব্দুল হালিমের সঙ্গে কথা বললে  তিনি জানান  আমরা নিয়মিত  মাঠ পর্যবৃক্ষন করছি । ব্রিটিশ সরকারের আমলে  নির্দিষ্ট কিছু জমী পর্যবেক্ষণে আটঘরিয়া  পরিসংখ্যান অফিসের আওতায়  রয়েছে  ।  ১১ টি ক্লাসটারে  তিন মাস পর পর প্রতিবেদন দাখিল করেন । প্রতিটা ক্লাস্টারে গরে ৫ একর জমি  রয়েছে । এগুলো আমি ও আমার চেইনমেন আসলাম হোসেন নিয়মিত  তদারকি করে থাকি । আমার বিরুদ্ধে  যে অভিযোগ আনা হয়েছে এটা সত্য নয় । এ ব্যাপারে পাবনা  জেলা পরিসংখ্যান অফিসের  ডেপুটি ডিরেক্টর  আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে  তিনি জানান  বিষয়টি অবগত হয়েছি  এর  সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


পাবনায় পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগেদ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
পাবনায় এক  পরিসংখ্যান কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে । পাবনার আটঘরিয়া উপজেলার  পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা  আব্দুল হালিম ও চেইন ম্যান  আসলাম হোসেনের বিরুদ্ধে  অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ।  সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিসের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জবাবদিহিতা না থাকায়  চেইনম্যান   আসলাম হোসেন ও  আব্দুল হালিম তাদের খেয়াল খুশির মত  অনিয়মিত  অফিস করছেন ।  তারা প্রায় দিনই ৩ থেকে  সাড়ে তিনটার মধ্যেই অফিস বন্ধ করে চলে যান । আবার কখনো কখনো বেলা ১১ টায় অফিসে আসেন ।   অথচ  পরিসংখ্যানের দায়িত্ব এবং গুরুত্ব দেশ  রাষ্ট্রের জন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । পরিসংখ্যান অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো হলো একটি দেশ বা অঞ্চলের জন্য নির্ভরযোগ্য  ও সময়োপযোগী  পরিসংখ্যান তথ্য সংগ্রহ  প্রক্রিয়া বিশ্লেষণ  ও প্রকাশ করা ।  এই তথ্যগুলো সরকার, গবেষক, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের নীতি প্রণয়ন, পরিকল্পনা তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে । এছাড়াও  পরিসংখ্যান অফিসের প্রধান কাজগুলো  হলো জনসংখ্যা, কৃষি, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, শ্রমশক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত আদমশুমারি ও নমুনা জরিপ পরিচালনা করা। বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রশাসনিক রেকর্ড যেমন জন্ম, মৃত্যু, আমদানি-রপ্তানি, কর ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করা ​সংগৃহীত কাঁচা তথ্যকে পরিষ্কার, যাচাই ও সমন্বয় করে ব্যবহারযোগ্য ডেটা সেটে রূপান্তর করা। ​বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করা এবং মূল প্রবণতা ও ফলাফল বের করা। দেশের অর্থনৈতিক  স্বাস্থ্য   বোঝার জন্য  গুরুত্বপূর্ণ সূচক তৈরি করা  যেমন মোট দেশজ উৎপাদন জিডিপি হিসাব করা । মুদ্রাস্ফীতি  ও মূল্যস্ফীতি পরিমাপের জন্য  ভোক্তামূল্য সূচক  তৈরি করা । ​সময়মতো এবং সহজবোধ্য বিন্যাসে বিশ্লেষণকৃত তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা যেমন, বার্ষিক প্রতিবেদন, ত্রৈমাসিক বুলেটিন, বিশেষ প্রকাশনা ​ডেটাবেস বা ওয়েবসাইটের মাধ্যমে জনগণের জন্য তথ্য সহজলভ্য করা। এ সকল বিষয়ে  মাঠের ময়দানে ঘুরে  উক্ত সংগ্রহ করার কথা থাকলেও ।  তা না করে ঘরে বসেই প্রতিবেদন তৈরি করে  দেশ ও রাষ্ট্রের  পরিসংখ্যান জরিপকে  ভুল পথে ধাবিত করার চেষ্টা করছেন  এই দুই কর্মকর্তারা । যেখানে  আন্তর্জাতিক মানদণ্ড এবং উত্তম অনুশীলনের সাথে সঙ্গতি রেখে পরিসংখ্যানিক মান ও পদ্ধতি বজায় রেখে ​পরিসংখ্যান ব্যবস্থার গুণগত মান এবং কার্যকারিতা ক্রমাগত উন্নত করার জন্য গবেষণা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে ।  সেখানে   এই দুই কর্মকর্তা  নিয়মিত মাট জরিপ না করেই  ঘরে বসে  তাদের খেয়াল খুশি হতে তথ্য সরবরাহ করায় দেশের পরিসংখ্যান জরিপ কে ভুল পথে ধাবিত করছে । পরিসংখ্যান অফিস হলো দেশের উন্নয়ন পরিকল্পনা ও  প্রকৃতির আয়না  স্বরূপ । আটঘরিয়া  উপজেলা পরিসংখ্যান অফিসে  সরজমিনে গেলে  অফিস চলাকালীন সময়ে    আসলাম হোসেনকে অফিসে পাওয়া যায়নি । আব্দুল হালিমের সঙ্গে কথা বললে  তিনি জানান  আমরা নিয়মিত  মাঠ পর্যবৃক্ষন করছি । ব্রিটিশ সরকারের আমলে  নির্দিষ্ট কিছু জমী পর্যবেক্ষণে আটঘরিয়া  পরিসংখ্যান অফিসের আওতায়  রয়েছে  ।  ১১ টি ক্লাসটারে  তিন মাস পর পর প্রতিবেদন দাখিল করেন । প্রতিটা ক্লাস্টারে গরে ৫ একর জমি  রয়েছে । এগুলো আমি ও আমার চেইনমেন আসলাম হোসেন নিয়মিত  তদারকি করে থাকি । আমার বিরুদ্ধে  যে অভিযোগ আনা হয়েছে এটা সত্য নয় । এ ব্যাপারে পাবনা  জেলা পরিসংখ্যান অফিসের  ডেপুটি ডিরেক্টর  আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করলে  তিনি জানান  বিষয়টি অবগত হয়েছি  এর  সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত