ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

গাজীপুর মহানরীর কাশিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন।

গাজীপুর মহানরীর কাশিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন।

 গাজীপুর মহানগরীর কাশিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় একাধিক বাসায় তল্লাশি চালান।

আটককৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪২), মোঃ ইব্রাহিম (৪৭), মোঃ সজিব ফকির (২৪), মোঃ রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১), মোহাম্মদ আলমগীর (২৮) ও মোছাম্মৎ আখি (৩৭)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা, ১০টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, একটি সিসিটিভি কন্ট্রোলার ও একটি ওয়েট মেশিন জব্দ করা হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি আখি ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে আশপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করে।

 আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫


গাজীপুর মহানরীর কাশিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন।

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
 গাজীপুর মহানগরীর কাশিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় একাধিক বাসায় তল্লাশি চালান।আটককৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪২), মোঃ ইব্রাহিম (৪৭), মোঃ সজিব ফকির (২৪), মোঃ রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১), মোহাম্মদ আলমগীর (২৮) ও মোছাম্মৎ আখি (৩৭)।অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা, ১০টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, একটি সিসিটিভি কন্ট্রোলার ও একটি ওয়েট মেশিন জব্দ করা হয়।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি আখি ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে আশপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত