মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ স্যারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মশিউর রহমান মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রেজিনুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে আজ ০৯/১২/২০২৫ খ্রি. রাত ২৩.০০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম, এসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফ এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশি ইউপি’র দিয়ারবাঘইল (০৭ নং ওয়ার্ড) এলাকার হোল্ডিং নং-৫০৬-এ একটি সফল অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিম্নোক্ত ব্যক্তি তার বসতবাড়ি হতে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়—
গ্রেফতারকৃত ব্যক্তি:
১। হুসাইন মোহাম্মদ জিৎ (১৯)
পিতা: মোঃ লালু মালিথা
সাং: দিয়ারবাঘইল, থানা: ঈশ্বরদী, জেলা: পাবনা।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র:
০১টি ওয়ান শুটারগান
০১টি ১০ চেম্বার বিশিষ্ট রিভলবার
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় The Arms Act, 1878 এর 19A ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা—
মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন