একটি হুইলচেয়ার যেন বদলে দিল এক বিধবার গতিশীল জীবন। গাজীপুরের শ্রীপুরে ৬৫ বছরের তাসলিমা খাতুনের দুর্বিষহ জীবনসংগ্রামে আশার আলো এনেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
দীর্ঘদিন দারিদ্র্যের সাথে লড়াই করা এই বিধবার জীবনে নতুন দুর্দশা নেমে আসে একটি সাধারণ কাঁটার আঘাতে। বড়ই গাছের নিচে কাজ করার সময় পায়ে ফোটা কাঁটা ভয়ঙ্কর ইনফেকশনে রূপ নেয়। চিকিৎসার অভাব ও আর্থিক অনটনের কারণে তার ডান পা কর্তন করতে হয়। পরবর্তীতে ডান হাতসহ শরীরের অন্যান্য অংশও আক্রান্ত হয়। গত ছয় মাস তিনি সম্পূর্ণরূপে শয্যাশায়ী ও অন্যের সাহায্যের উপর নির্ভরশীল ছিলেন, যেখানে একটি হুইলচেয়ার ছিল তার সবচেয়ে বড় প্রয়োজন।
তাসলিমা খাতুনের এই কষ্টের কথা জানতে পেরে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া ব্যক্তিগত উদ্যোগে একটি হুইলচেয়ার ক্রয় করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরাসরি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই উপহার।
হুইলচেয়ার পেয়ে আবেগে আপ্লুত তাসলিমা খাতুন বলেন, "পা হারানোর পর মনে হয়েছিল জীবন শেষ। আজ এই হুইলচেয়ার পেয়ে মনে হচ্ছে আল্লাহ আবার আমাকে চলার শক্তি দিলেন। এটি এখন আমার বেঁচে থাকার নতুন ভরসা।"
শফিকুল ইসলাম ভূইয়া বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও পেশাগত দায়িত্ব। গাজীপুরের সাংবাদিক সমাজ এই মায়ের পাশে থাকতে পেরে গর্বিত।"
এই উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হুইলচেয়ারে প্রথমবারের মতো চলাফেরা করার সময় তাসলিমা খাতুনের মুখে যে হাসি ফুটে উঠেছিল, তা যেন মুছে দিয়েছিল দীর্ঘ ছয় মাসের সকল কষ্ট ও নিঃসঙ্গতার গ্লানি।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন