গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেনা আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেনা আক্তার বগুড়ার গাবতলী উপজেলার খলিলুর রহমানের মেয়ে। তিনি শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, কালিয়াকৈর থেকে অটোরিকশাযোগে হেনা আক্তার মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাওনা ইউনিয়নের মানসুরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন হেনা আক্তার। আহত পাঁচ যাত্রীকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা–সংশ্লিষ্ট পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন