"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শক্ত প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নেওয়া হয় নানা কর্মসূচি।
দিনের শুরুতে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একটি বর্ণিল ও উদ্দীপনাময় র্যালি বের করা হয়। র্যালিটি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সংহতি প্রকাশমূলক মানববন্ধন। পরবর্তীতে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, "দুর্নীতিকে মূলোৎপাটন করতে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য। এ ক্ষেত্রে নৈতিক চেতনাসম্পন্ন তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।"
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, "দুর্নীতির বিরুদ্ধে প্রতিটি নাগরিকের সচেতন ও সোচ্চার ভূমিকা রাখা জরুরি। জনগণের ব্যাপক সম্পৃক্ততা ছাড়া দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম টেকসই ভিত্তি পাবে না।"
শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় গণমানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করা হয় এবং উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন