রাঙ্গাবালীর জামায়াত নেতা ও
জামায়াতের উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হুদা (48) পিতা মৃত সোলায়মান
বলেন আমি আমার জমির গাববুনিয়া মৌজায় জেএল নং১০৫ বিএস এ খতিয়ান ৭৯৬ দাগ নং ২৮১৯/২৮১৮ জমির পরিমাণ ২৫০শতাংশ জমি পিতার ওয়ারিশ সূত্রে মালিক থাকিয়া ধান চাষাবাদ করিয়া
আমি আমার চাষাবাদ কৃত জমির ধান কাটার আধুনিক মেশিন (হাভেস্টার) দিয়ে ধান কেটে জমির উপরে নেট বিছিয়ে ধান স্টক করে রাখি হঠাৎ দেখি ৪/৫ জন মিলে গত
০৬-১২-২০২৫ তারিখে
দেশীয় অস্ত্র ওদা রান্ধা নিয়ে আমাদের ভয় ভীতিও দেখাইয়া মেরে ফেলার হুমকি দিয়ে দলবল নিয়ে আমিকে আমার ১০০মন ধান ট্রাক ভরিয়া নিয়ে গেছে অভিযুক্তরা হলেন(১) মোঃ কালাম গাজী (৭০) পিতা মৃত মোঃ ইদ্রিস গাজী (২) মোঃ সোহাগ গাজী (৪২) পিতা কালাম গাজী (৩) মোঃ সাজ্জাদ হোসেন আমি(৩৮)পিং কালাম গাজী (৪) মোঃ রাহাদ গাজী (৪০) পিং কালাম গাজী (৫) মোঃ জাকির গাজী (৫০) পিং মৃত্যু রহিম গাজী সব সাং পশ্চিম গাববুনিয়া
পরবর্তী আমি নুরুল হুদা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় এজাহার করেছি যাহার মামলা নম্বর (০৭) তারিখ (০৮) ডিসেম্বর ২০২৫
এবিষয়ে রাঙ্গাবালীর অফিসার এসআই মাসুদ জানিয়েছেন ভুক্তুভোগী নুরুলহুদা অভিযোগ দিয়েছেন অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তদন্ত করে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন