আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রাত দুইটার সময় বেপরোয়া হামলা চালায়।
এ হামলায় প্রায় ৭ জন ব্যক্তি গুরুতর আহত হয়। হামলার শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর রাত ২ টার সময় একদল সন্ত্রাসী বাহিনী নিলয় আহমেদ ফারমান এর নেতৃত্বে মোঃ খোকন হুসেন মাদবর ও সাইদ (ম্যানেজার)সহ প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাতে ওই বসত বাড়িতে ভাড়াটিয়াদের বাড়ি ঘরে ভাঙচুর ও ভয়-ভীতি প্রদর্শন করে।
এ হামলায় আহত হয় মোঃ আবুল কাসেম (৩৪), মনির (৩০), সাগর (২৬), কাওসার (২৬), নাসরিন (৩৫), নয়ন (৩০) । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে বাড়িতে এসে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কিত।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এলাকায় তাদের জমি নিয়ে নিলয় হোসেন ফারমান এর সাথে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে।
তারা আশুলিয়া থানায় হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত নিলয় হোসেনকে জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
এবিষয়ে আশুলিয়া থানার ,উপ-পরিদর্শক মাহবুব সরকার জানান, ঘটনাটির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। তবে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে বলেন আওয়ামী ও দোসর আশুলিয়ার সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ভাগিনা একাধিক ছাত্র হত্যার মামলার আসামি নিলয় হোসেন ফারমান, সহ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন