ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী রেজাউল করিম রঞ্জুর বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। বর্তমানে তার সুস্থতা লাভের জন্য দেশবাসীর দোয়া অত্যন্ত প্রয়োজন। আমরা আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং আবারো দেশের মানুষের পক্ষে দাঁড়াতে পারেন।”

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন