ওপেন নিউজ ২৪
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

গাজীপুরে অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার প্রসবজনিত চিকিৎসা নিতে এসে এক নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনার পর তদন্তে নেমে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালটির কোনো প্রকার অনুমোদন নেই। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে সব কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার বিষয়ে মুচলেকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


এদিকে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫


গাজীপুরে অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত অনুমোদনহীন নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত শনিবার প্রসবজনিত চিকিৎসা নিতে এসে এক নবজাতকের মৃত্যু ঘটে। এ ঘটনার পর তদন্তে নেমে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালটির কোনো প্রকার অনুমোদন নেই। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে সব কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্য বিভাগকে অবহিত করার বিষয়ে মুচলেকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এদিকে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত