মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি :- লিটন সিকদার

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, নড়াইল


নড়াইলে আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বৈধ লাইসেন্স প্রদান এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সার বিক্রির সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ী এখনো লাইসেন্স না পাওয়ায় নানা জটিলতা ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও অজানা কারণে তাদের লাইসেন্স নবায়ন বা প্রদান করা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।


বক্তারা আরও বলেন, কৃষকের কাছে সরকার নির্ধারিত দামে সার পৌঁছে দিতে খুচরা বিক্রেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাচাই–বাছাইয়ের মাধ্যমে বৈধ আইডি কার্ডধারী সব খুচরা ব্যবসায়ীর দ্রুত লাইসেন্স প্রদান করা হলে কৃষি খাত উপকৃত হবে এবং সার বাজার নিয়ন্ত্রণ আরও সহজ হবে।


মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ খুচরা সার বিক্রেতা ও সাধারন কৃষক অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের দাবি তুলে ধরেন।

যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে কল করুন  ০১৭১৬-৮০২২৩০

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image
নড়াইলে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধননিজস্ব প্রতিবেদক, নড়াইলনড়াইলে আইডি কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বৈধ লাইসেন্স প্রদান এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সার বিক্রির সঙ্গে জড়িত অনেক ব্যবসায়ী এখনো লাইসেন্স না পাওয়ায় নানা জটিলতা ও প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও অজানা কারণে তাদের লাইসেন্স নবায়ন বা প্রদান করা হচ্ছে না। এতে ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।বক্তারা আরও বলেন, কৃষকের কাছে সরকার নির্ধারিত দামে সার পৌঁছে দিতে খুচরা বিক্রেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাচাই–বাছাইয়ের মাধ্যমে বৈধ আইডি কার্ডধারী সব খুচরা ব্যবসায়ীর দ্রুত লাইসেন্স প্রদান করা হলে কৃষি খাত উপকৃত হবে এবং সার বাজার নিয়ন্ত্রণ আরও সহজ হবে।মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ খুচরা সার বিক্রেতা ও সাধারন কৃষক অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তাদের দাবি তুলে ধরেন।যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে কল করুন  ০১৭১৬-৮০২২৩০

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত