সফিপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাজমুল মন্ডল এবং সহ-সম্পাদক হিসেবে রাসেল আহমেদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।
ব্যক্তিগত শুভেচ্ছা বার্তায় তাদের বাল্যবন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা জানান—
“নির্বাচনে তোমাদের বিজয় আমাদের গর্ব। তোমাদের সততা, নিষ্ঠা ও অধ্যাবসায় সফিপুর বাজার বণিক সমিতির উন্নতি, স্বচ্ছতা ও সমৃদ্ধি বয়ে আনুক—এই আমাদের প্রত্যাশা।”
নির্বাচনে বিজয়ের মাধ্যমে তারা নতুন দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ীদের সেবা, সমিতির সংগঠন শক্তিশালী করা এবং সকল সদস্যের অধিকারের সুরক্ষা নিশ্চিত করার।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সফিপুর বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল ও সহ-সম্পাদক রাসেল আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“যে ভালোবাসা ও আস্থা দিয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে—আমরা সেই বিশ্বাস অটুট রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
সফিপুর বাজারে নতুন নেতৃত্বের মাধ্যমে বণিক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী মহলের।

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন