গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ময়মনসিংহ–ঢাকা রেল রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে, ফলে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
যাত্রীরা জানান, বিকেল চারটার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। সেখান থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। ধীরে ধীরে ট্রেনটির গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল কয়েকজন যাত্রীর গায়ে লাগায় ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইঞ্জিন বিকলের কারণে ময়মনসিংহ–ঢাকা রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রাখায় যাত্রীরা দীর্ঘসময় অপেক্ষায় ভোগান্তির শিকার হন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম বলেন, “হঠাৎ করেই বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বিকল্প একটি ইঞ্জিন এনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।”
বিকল্প ইঞ্জিন পৌঁছে বিকল ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ময়মনসিংহ–ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন