গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক ছাত্র ও যুব সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, "এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদি শক্তি, রক্তচক্ষু বা আধিপত্যবাদকে পরোয়া করে না। আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ, এবং নতুন নেতৃত্ব সব অন্যায়-অবিচার দূর করবে।"
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য দেন। জাহিদুল ইসলাম ইতিহাসের উদাহরণ টেনে বলেন, "ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামাতে যারা চেয়েছিল, তারাই আজ থেমে গেছে। আমাদের নিষিদ্ধ করতে চেয়েছিল যারা, তারাই হেলিকপ্টারযোগে ভারতে পালিয়েছে। আমরা একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করি।"
কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশের প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, "মাদকমুক্ত কাপাসিয়া গড়া হবে আমাদের প্রথম অগ্রাধিকার। এছাড়া পরিবেশবান্ধব শিল্পায়নের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জিএস এস.এম ফরহাদ বিশেষ অতিথি হিসেবে বলেন, "গণতন্ত্র বারবার ভুল নেতৃত্ব নির্বাচনের কারণে বাধাগ্রস্ত হয়েছে। জনগণকে বিবেকের ভোট দিতে হবে এবং চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকতে হবে।"
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা সেফাউল হক, মাওলানা কাজিম উদ্দিন, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন