ওপেন নিউজ ২৪

শ্রীপুরে শালবনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্রীপুরে শালবনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার গহীন শালবন থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে থানায় জানান।


খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম হরিধন (৫৫) বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি।


শ্রীপুর থানার এসআই আকরাম হোসেন জানান, মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। তবে এটি হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”


ওসি মো. আব্দুল বারিক জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।


ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।


আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫


শ্রীপুরে শালবনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার গহীন শালবন থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে থানায় জানান।খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম হরিধন (৫৫) বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি।শ্রীপুর থানার এসআই আকরাম হোসেন জানান, মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। তবে এটি হত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”ওসি মো. আব্দুল বারিক জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত