ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

ভোলাহাটে সাংবাদিককে থেট্র করলেন এসিল্যান্ড সামিম হোসেন- সাংবাদিক সমাজে তীব্র নিন্দার ঝড়!

ভোলাহাটে সাংবাদিককে থেট্র করলেন এসিল্যান্ড সামিম হোসেন- সাংবাদিক সমাজে তীব্র নিন্দার ঝড়!
সাংবাদিককে থেট্র করলেন এসিল্যান্ড সামিম হোসেন

জানা যায়, গত ২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় একতা ভাটার পাশে থেকে- এক্সিভেটর থেকে ব্যাটারি ও কিছু সরঞ্জাম নিয়ে যায় এসিলান্ড মোঃ শামিম হোসেন। উক্ত বিষয়টি সাংবাদিক ইয়াকুব আলী ফেসবুকে লিখে পোস্ট করলে এসিল্যান্ড তাকে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেন। 

এক্সিভেটর ও জমির মালিক সূত্রে জানা যায়, এসিলান্ড লোক পাঠিয়েছিলেন টাকা নেওয়ার জন্য কিন্তু  আমরা উঁচু জমির মাটি সরিয়ে ফসলের উপযোগী করছি কেন টাকা দিব বলায় এসিলান্ড নিজে এসে এক্সিভেটরের ব্যাটারি খুলে নিয়ে যায়। পরে আমরা এসিলান্ড অফিসে কথা বলতে গেলে ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক উপস্থিত হয় তাদের দেখে মোঃ শামিম হোসেন বলে আইনগত ভাবে এক বা দুই লাখ টাকা জরিমানা করি যেহেতু একজনের তদবির আছে তাই আইনগত'ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। পরে দালালের কাছে গিয়ে কম টাকায় ব্যাটারি নিয়ে এসেছি যা বলতে নিষেধ করেছেন।

ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শফিক বলেন, এসিল্যান্ড আমার সামনেই বলেছিলেন সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করে ব্যাটারি দেওয়া হবে। তাহলে কিসের বিনিময়ে এমন বে-আইনি কাজ করলো। মানবিক দিক থেকে ছেড়ে দিলে আমাদের সামনে ছাড়তে পারত, আড়ালে অপকর্ম করেছে যা সূত্র থেকে জেনেছি। আরো বলেন, উক্ত বিষয়টি ফেসবুকে লিখার কারনে এসিল্যান্ড শামিম হোসেন সাংবাদিক ইয়াকুব'কে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, শুনি কেউ এক্সিভেটরের লোকদের কাছে টাকা চাচ্ছিলো না দেওয়ায় ব্যাটারি খুলে নিয়ে যায় এসিলান্ড। পরে আমি সহ ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক গিয়ে দেখি এসিল্যান্ড বলে আইনগত ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করবো। তবে কোন অন্ধ শক্তি বলে- কিসের বিনিময়ে বে-আইনি ভাবে ছাড়লো। আরো বলেন সাংবাদিক ইয়াকুব বিষয়টি ফেসবুকে লেখায় তাকে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিক ইয়াকুবের বক্তব্য, ঘটনা ঘটেছে আমি লিখেছি-  এসিল্যান্ড আমাকে কেন থ্রেট করবেন? তাকে না জানিয়ে ভোলাহাটের কোন নিউজ করা যাবে না একথা কেন বলবেন? কেন লোক দিয়ে সাংবাদিক সমাজকে নিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে হুমকি দিবেন? আমার নিজস্ব মত সে ঘুষ নিয়ে হয়তোবা ছেড়ে দিত। আমি ফেসবুকে লিখার কারনে অনেকে জেনে গিয়েছে তাই তিনি উত্তেজিত হয়ে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেছেন। আরো বলেন আমরা স্বাধীন দেশের সাংবাদিক সত্য লিখব- তার মত অপকর্মকারীর বাধা শুনবো না। 

উল্লেখিত বিষয়ের ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ বলেন, সাংবাদিক কে থ্রেট করেছে এসিলান্ড শামিম হোসেন বিষয়টি খুবই দুঃখজনক- এসিল্যান্ড কোথায় এত বড় সাহস পেলেন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। 

উক্ত বিষয়ে জানতে এসিল্যান্ড শামীম হোসেনকে ফোন করলে কোন সদ-উত্তর পাওয়া যায়নি।


(সরজমিন প্রতিবেদন- পর্ব-১)

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫


ভোলাহাটে সাংবাদিককে থেট্র করলেন এসিল্যান্ড সামিম হোসেন- সাংবাদিক সমাজে তীব্র নিন্দার ঝড়!

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image
জানা যায়, গত ২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় একতা ভাটার পাশে থেকে- এক্সিভেটর থেকে ব্যাটারি ও কিছু সরঞ্জাম নিয়ে যায় এসিলান্ড মোঃ শামিম হোসেন। উক্ত বিষয়টি সাংবাদিক ইয়াকুব আলী ফেসবুকে লিখে পোস্ট করলে এসিল্যান্ড তাকে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেন। এক্সিভেটর ও জমির মালিক সূত্রে জানা যায়, এসিলান্ড লোক পাঠিয়েছিলেন টাকা নেওয়ার জন্য কিন্তু  আমরা উঁচু জমির মাটি সরিয়ে ফসলের উপযোগী করছি কেন টাকা দিব বলায় এসিলান্ড নিজে এসে এক্সিভেটরের ব্যাটারি খুলে নিয়ে যায়। পরে আমরা এসিলান্ড অফিসে কথা বলতে গেলে ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক উপস্থিত হয় তাদের দেখে মোঃ শামিম হোসেন বলে আইনগত ভাবে এক বা দুই লাখ টাকা জরিমানা করি যেহেতু একজনের তদবির আছে তাই আইনগত'ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। পরে দালালের কাছে গিয়ে কম টাকায় ব্যাটারি নিয়ে এসেছি যা বলতে নিষেধ করেছেন।ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শফিক বলেন, এসিল্যান্ড আমার সামনেই বলেছিলেন সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করে ব্যাটারি দেওয়া হবে। তাহলে কিসের বিনিময়ে এমন বে-আইনি কাজ করলো। মানবিক দিক থেকে ছেড়ে দিলে আমাদের সামনে ছাড়তে পারত, আড়ালে অপকর্ম করেছে যা সূত্র থেকে জেনেছি। আরো বলেন, উক্ত বিষয়টি ফেসবুকে লিখার কারনে এসিল্যান্ড শামিম হোসেন সাংবাদিক ইয়াকুব'কে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, শুনি কেউ এক্সিভেটরের লোকদের কাছে টাকা চাচ্ছিলো না দেওয়ায় ব্যাটারি খুলে নিয়ে যায় এসিলান্ড। পরে আমি সহ ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক গিয়ে দেখি এসিল্যান্ড বলে আইনগত ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করবো। তবে কোন অন্ধ শক্তি বলে- কিসের বিনিময়ে বে-আইনি ভাবে ছাড়লো। আরো বলেন সাংবাদিক ইয়াকুব বিষয়টি ফেসবুকে লেখায় তাকে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাংবাদিক ইয়াকুবের বক্তব্য, ঘটনা ঘটেছে আমি লিখেছি-  এসিল্যান্ড আমাকে কেন থ্রেট করবেন? তাকে না জানিয়ে ভোলাহাটের কোন নিউজ করা যাবে না একথা কেন বলবেন? কেন লোক দিয়ে সাংবাদিক সমাজকে নিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে হুমকি দিবেন? আমার নিজস্ব মত সে ঘুষ নিয়ে হয়তোবা ছেড়ে দিত। আমি ফেসবুকে লিখার কারনে অনেকে জেনে গিয়েছে তাই তিনি উত্তেজিত হয়ে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেছেন। আরো বলেন আমরা স্বাধীন দেশের সাংবাদিক সত্য লিখব- তার মত অপকর্মকারীর বাধা শুনবো না। উল্লেখিত বিষয়ের ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ বলেন, সাংবাদিক কে থ্রেট করেছে এসিলান্ড শামিম হোসেন বিষয়টি খুবই দুঃখজনক- এসিল্যান্ড কোথায় এত বড় সাহস পেলেন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। উক্ত বিষয়ে জানতে এসিল্যান্ড শামীম হোসেনকে ফোন করলে কোন সদ-উত্তর পাওয়া যায়নি।(সরজমিন প্রতিবেদন- পর্ব-১)

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত