পটুয়াখালীর গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা এলাকায়। আহত মো. খলিলুর রহমান ও তার স্ত্রী মোসা মাহিনুর বেগম গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মো. খলিলুর রহমান গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়-বুধবার সকালে খলিলুর রহমান তার নিজ রেকর্ডীয় জমিতে ধান কাটতে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আবু সাঈদ ও তার স্ত্রী সালমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার খলিলুর রহমান ও তার স্ত্রী মোসা. সালমা বেগম গুরুতর জখম হয়।
ভুক্তভোগী খলিলুর রহমান জানান-তিনি যখন তার জমিতে ধান কাটছিলেন, ঠিক সে সময় প্রতিপক্ষ তার মাথার দিকে কোপ মারার চেষ্টা করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে হাতে গুরুতর রক্তখরন জখম হয়। পরে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে নীলাফোলা জখম করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে আবু সাঈদের মুঠোফোনে বারবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান বলেন-ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন