গাজীপুরের কাশিমপুরে চাঁদার জন্য প্রকাশ্যে অস্ত্রের মহরা, ব্যাবসায়ীকে প্রাননাশের হুমকি এলাকাজুড়ে আতঙ্ক ।
(মঙ্গলবার ২ ডিসেম্বর) গাজীপুর মহানগরের কাশিমপুর দক্ষিণ পানিশাইল এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায় , একই এলাকার বাসিন্দা শাহীন মোল্লার বিনা অনুমতিতে তার গাছের ডাল কাটা ছেঁড়াকে কেন্দ্র করে অভিযুক্ত ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা ও মামুন মোল্লা সহ ২০/৩০ জনের একটি সঙ্গবদ্ধ দল।
উত্তেজিত হয়ে প্রকাশ্যে হাতে দেশীয় অস্ত্র (রামদা, দা, লাঠি) নিয়ে তার পার্শ্ববর্তী শাহীন মোল্লার বাড়ির সামনে গিয়ে তাকে ও সেলিম মোল্লা নামের দুই যুবকে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
ঘটনার সূত্রপাত, গাছের মালিক শাহীন মোল্লাকে জিজ্ঞেস না করেই তার গাছপালা কেটে ফেলেন।
যুবদল নেতা মাসুদ মোল্লা, ছোট ভাই মামুন মোল্লা গাছ কাটার প্রতিবাদে, ভুক্তভোগী শাহীন মোল্লা ও সেলিম মোল্লা যুবদল নেতা মাসুদ মোল্লার কাছে জানতে চাইলে উল্টো মোটা অংকের চাঁদা দাবি করে বসেন।
১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা ও তার আপন ছোট ভাই যুবদল নেতা মামুন মোল্লা।
দাবিকৃত চাঁদা শাহীন মোল্লা ও সেলিম মোল্লা দিতে রাজি না হওয়ায় দেশীয় অস্ত্র, ধারালো রামদা, ছুরি, লাঠি দেখিয়ে হুমকি-ধামকি দেন।
এছাড়াও ভিডিওতে দেখা যায় অভিযুক্ত চাঁদা দাবি করা যুবদল নেতা মাসুদ মোল্লা ও তার ছোট ভাই মামুন মোল্লা শাহীন মোল্লার বাড়ির সামনে গিয়ে হাতে ধারালো রামদা, লাঠি নিয়ে তাদের বাড়ির থেকে বের হয়ে আসতে বলেন।
এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে, হত্যার হুমকি এমনকি তাদের এখনো চিনেনা বলেও হুমকি দেন।
পরিস্থিতি তীব্রতার সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়লে দোকানি, ফুটপাথ ব্যবসায়ী ও প্রতিবেশীরা ভয়ে-ভয়ে নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়ে এদিক ঐদিক ছোটাছুটি করেন এবং ছোট্টো শিশুরা আতঙ্কে চিৎকার দিয়ে উঠে।
এ ঘটনার মাধ্যমে পুরনো অভিযোগ গুলোর কালো ছায়া আবারও এলাকায় জ্বলন্তভাবে ফিরে এসেছে বলে ভুক্তভোগী সহ এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় ।
এই মাসুদ মোল্লা ও তার বাবার এবং ছোট ভাইয়ের কোন নতুন ঘটনা নয়। এর আগেও তাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ পায় চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানান অভিযোগের।
এবিষয়ে জানতে, যুবদল নেতা মাসুদ মোল্লার মোবাইলে একাধিক বার ফোন করলেও তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন