ওপেন নিউজ ২৪
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

চাটমোহরে সারের অতিরিক্ত দাম আদায়: কৃষকদের মধ্যে ক্ষোভ

চাটমোহরে সারের অতিরিক্ত দাম আদায়: কৃষকদের মধ্যে ক্ষোভ
চাটমোহরে সারের অতিরিক্ত দাম আদায়: কৃষকদের মধ্যে ক্ষোভ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দাম আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ কৃষকরা।

সরকার নির্ধারিত সারের দাম ও বাজারে বিক্রিত দামের মধ্যে বড় ধরনের অস্বাভাবিকতা দেখা গেছে।

স্থানীয় কৃষকরা জানান—

ডিএপি সার: সরকারি মূল্য ১০৪০ টাকা, কিন্তু অনেক ডিলার ১৭০০–১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করছে।

টিএসপি সার: সরকারি মূল্য ১৩৫০ টাকা, বিক্রি হচ্ছে ১৮০০–১৯০০ টাকাতে।

এমওপি (পটাশ) সার: সরকারি মূল্য ১০০০ টাকা, নেয়া হচ্ছে ১৪০০–১৫০০ টাকা।

ইউরিয়া সার: সরকারি মূল্য ১৩৫০ টাকা, বাজারে নিচ্ছে ১৮০০ টাকা।

এ বিষয়ে কৃষকদের অভিযোগ, অতিরিক্ত দামে সার কিনে তাঁদের উৎপাদন ব্যয় কয়েকগুণে বেড়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

স্থানীয় কৃষকরা বলেন, "সারের দাম সরকার ঠিক করে দিলেও মাঠপর্যায়ে তা মানা হচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে আমাদের চাষাবাদের খরচ বাড়ছে, লোকসানের ঝুঁকিও বাড়ছে।"

কৃষকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের জরুরি অভিযান ও মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে অভিমত সাধারণ মানুষের।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫


চাটমোহরে সারের অতিরিক্ত দাম আদায়: কৃষকদের মধ্যে ক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা বেশি দাম আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ কৃষকরা।সরকার নির্ধারিত সারের দাম ও বাজারে বিক্রিত দামের মধ্যে বড় ধরনের অস্বাভাবিকতা দেখা গেছে।স্থানীয় কৃষকরা জানান—ডিএপি সার: সরকারি মূল্য ১০৪০ টাকা, কিন্তু অনেক ডিলার ১৭০০–১৮০০ টাকা পর্যন্ত বিক্রি করছে।টিএসপি সার: সরকারি মূল্য ১৩৫০ টাকা, বিক্রি হচ্ছে ১৮০০–১৯০০ টাকাতে।এমওপি (পটাশ) সার: সরকারি মূল্য ১০০০ টাকা, নেয়া হচ্ছে ১৪০০–১৫০০ টাকা।ইউরিয়া সার: সরকারি মূল্য ১৩৫০ টাকা, বাজারে নিচ্ছে ১৮০০ টাকা।এ বিষয়ে কৃষকদের অভিযোগ, অতিরিক্ত দামে সার কিনে তাঁদের উৎপাদন ব্যয় কয়েকগুণে বেড়ে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।স্থানীয় কৃষকরা বলেন, "সারের দাম সরকার ঠিক করে দিলেও মাঠপর্যায়ে তা মানা হচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে আমাদের চাষাবাদের খরচ বাড়ছে, লোকসানের ঝুঁকিও বাড়ছে।"কৃষকদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের জরুরি অভিযান ও মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে অভিমত সাধারণ মানুষের।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত