গোপালগঞ্জের আদালতপাড়ায় বিকট শব্দে ২ টি ককটেল বিস্ফোরণ ৩ ঘন্টা আগে

লামায় নাজু কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফাইতং ইউনিয়ন আব্দুল জলিল কোং ১০ ঘন্টা আগে

নড়াইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ১১ ঘন্টা আগে

দারুল হিকমাহ নূরানী মডেল মাদ্রাসা ও মাতাব্বর পাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে আনাস বিন ফায়সালের অসাধারণ সাফল্য ১৫ ঘন্টা আগে

সালথায় নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণ করল জামায়াত ১৬ ঘন্টা আগে
ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person–VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সংক্রান্ত আইন, ২০২১–এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এসআরও (Statutory Regulatory Order)–তে উল্লেখ করা হয়—রাষ্ট্রের সম্মানিত ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বা নিয়োজিত ছিলেন এমন ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও প্রটোকল নিশ্চিত করার লক্ষ্যে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। সেই তালিকায় নবভাবে যুক্ত হলেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


মন্ত্রণালয় সূত্র জানায়, এ ঘোষণার ফলে বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, চিকিৎসা সুবিধা, চলাচলে সুরক্ষা, সরকারি প্রটোকল এবং বিশেষ শিষ্টাচারবিধি আরও কঠোর ও সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা হবে। হাসপাতালে ভর্তি থাকা বা চলাফেরার ক্ষেত্রেও কর্তৃপক্ষকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করতে হবে।


রাজনৈতিক অঙ্গনেও এই ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি মনে করছে—বহুমাত্রিক রাজনৈতিক অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি এটি একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন পর হলেও সরকারিভাবে বেগম জিয়ার মর্যাদা স্বীকার করায় এটি নিঃসন্দেহে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বর্তমান সময়ের রাজনৈতিক টানাপড়েন ও সংবেদনশীলতা বিবেচনায় এ ঘোষণাকে অনেকেই সৌহার্দ্যপূর্ণ ও শিষ্টাচারসম্মত একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।


এদিকে সাধারণ মানুষের মাঝেও খবরটি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই এটিকে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় একটি প্রয়োজনীয় ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় সম্মানের এই আনুষ্ঠানিক ঘোষণা রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করবে বলে পর্যবেক্ষকদের মত।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person–VIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সংক্রান্ত আইন, ২০২১–এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এসআরও (Statutory Regulatory Order)–তে উল্লেখ করা হয়—রাষ্ট্রের সম্মানিত ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বা নিয়োজিত ছিলেন এমন ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও প্রটোকল নিশ্চিত করার লক্ষ্যে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। সেই তালিকায় নবভাবে যুক্ত হলেন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।মন্ত্রণালয় সূত্র জানায়, এ ঘোষণার ফলে বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, চিকিৎসা সুবিধা, চলাচলে সুরক্ষা, সরকারি প্রটোকল এবং বিশেষ শিষ্টাচারবিধি আরও কঠোর ও সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা হবে। হাসপাতালে ভর্তি থাকা বা চলাফেরার ক্ষেত্রেও কর্তৃপক্ষকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করতে হবে।রাজনৈতিক অঙ্গনেও এই ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি মনে করছে—বহুমাত্রিক রাজনৈতিক অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি এটি একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন পর হলেও সরকারিভাবে বেগম জিয়ার মর্যাদা স্বীকার করায় এটি নিঃসন্দেহে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বর্তমান সময়ের রাজনৈতিক টানাপড়েন ও সংবেদনশীলতা বিবেচনায় এ ঘোষণাকে অনেকেই সৌহার্দ্যপূর্ণ ও শিষ্টাচারসম্মত একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।এদিকে সাধারণ মানুষের মাঝেও খবরটি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকেই এটিকে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতায় একটি প্রয়োজনীয় ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় সম্মানের এই আনুষ্ঠানিক ঘোষণা রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করবে বলে পর্যবেক্ষকদের মত।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত