মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়া

নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়া
৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে”
নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়া

কালিয়া প্রতিনিধি (নড়াইল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ আসনে নির্বাচনী উত্তাপ বেড়েছে। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান) ইতোমধ্যে ব্যাপক গণসংযোগে মাঠ উত্তপ্ত করেছেন। তিনি মরহুম মেজর গাজী আশরাফ উল আলমের ভাতিজা এবং গাজী পরিবারের সামাজিক–রাজনৈতিক ঐতিহ্যের উত্তরসূরি।

স্থানীয় বাজার, গ্রাম, চৌরাস্তা, উঠান বৈঠক, দোয়া মাহফিল—সবখানে তার উপস্থিতি দৃষ্টি কাড়ছে। তরুণ ভোটাররা বলছেন—
“পরিষ্কার ভাবমূর্তির শিক্ষিত তরুণ নেতা হিসেবে ইমরান ভাইকে আমরা সমর্থন দিচ্ছি।”

এডভোকেট ইমরান বলেন—
“৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে। নড়াইল–১ আসনের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”

শিক্ষা–স্বাস্থ্য–সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা, নদীভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।

নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তার গণসংযোগ আরও বেগবান হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহল বলছে—
“নড়াইল–১ আসনে পরিবর্তনের বিকল্প নেতৃত্ব হিসেবে ইমরান সামনে এগিয়ে আসছেন।”

কালিয়া, নড়াইল
০২ ডিসেম্বর ২০২৫
০১৭১৬-৮০২২৩

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫


নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়া

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
নড়াইল–১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের গণসংযোগে সাড়াকালিয়া প্রতিনিধি (নড়াইল)ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ আসনে নির্বাচনী উত্তাপ বেড়েছে। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান) ইতোমধ্যে ব্যাপক গণসংযোগে মাঠ উত্তপ্ত করেছেন। তিনি মরহুম মেজর গাজী আশরাফ উল আলমের ভাতিজা এবং গাজী পরিবারের সামাজিক–রাজনৈতিক ঐতিহ্যের উত্তরসূরি।স্থানীয় বাজার, গ্রাম, চৌরাস্তা, উঠান বৈঠক, দোয়া মাহফিল—সবখানে তার উপস্থিতি দৃষ্টি কাড়ছে। তরুণ ভোটাররা বলছেন—“পরিষ্কার ভাবমূর্তির শিক্ষিত তরুণ নেতা হিসেবে ইমরান ভাইকে আমরা সমর্থন দিচ্ছি।”এডভোকেট ইমরান বলেন—“৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে। নড়াইল–১ আসনের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।”শিক্ষা–স্বাস্থ্য–সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা, নদীভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তার গণসংযোগ আরও বেগবান হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহল বলছে—“নড়াইল–১ আসনে পরিবর্তনের বিকল্প নেতৃত্ব হিসেবে ইমরান সামনে এগিয়ে আসছেন।”কালিয়া, নড়াইল০২ ডিসেম্বর ২০২৫০১৭১৬-৮০২২৩

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত