নেত্রকোনা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান বাস্তবায়নে জেলায় প্রথম স্থান,পেলেন সম্মাননা স্মারক
সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নে জেলায় ১ম স্থান অধিকার করায় সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে। এ সফলতা ও উৎকৃষ্ট কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিভিল সার্জন ডা.মো.গোলাম মওলা নাঈম। গতকাল রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেয়া হয়।
এ চমৎকার সম্মাননা স্মারক অর্জনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন,নেত্রকোনা জেলায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শক, এমটি-ইপিআই, পরিসংখ্যানবিদ, এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রকৃত উদাহরণ এটি। সবার সম্মিলিত শ্রম আর ঘামের এ ফসল। আশা করছি দুর্গাপুর স্বাস্থ্য সেবায় আমরা আরো ভালো কিছু করবো।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার আনন্দ প্রকাশ করে বলেন, ‘এ অর্জন হচ্ছে দুর্গাপুর উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, শিক্ষা বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক সমাজ, অভিভাবক এবং টাইফয়েড টিকা গ্রহণকারী শিশুদের সম্মিলিত পরিশ্রম, সহযোগিতা ও দায়িত্ববোধের ফল’। তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রেখে জনস্বাস্থ্য উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত
করেন।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন