কাউনিয়ায় ৭০ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ—চারজনের বিরুদ্ধে ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর
রংপুর জেলার কাউনিয়া উপজেলার ১ নং সারাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাচু আলুটারী গ্রামে দীর্ঘ ৭০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ জনপথ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের শফিকুল ইসলাম বইজুল, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং আইজুল ইসলাম মিলে জনসাধারণের রাস্তাটির একটি অংশ কেটে নিজেদের জমির সঙ্গে যুক্ত করেছেন।
এলাকাবাসীরা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। পথ সংকুচিত হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নাসিরুদ্দিন বলেনআমি এই ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘ ৭০ বছর আগের এই পুরোনো রাস্তা কেটে জমি করে ফেলেছে রাস্তার পাশের জমির মালিকরা। আমরা এলাকাবাসী হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এলাকাবাসীর অভিযোগ, বহু বছরের জনপথ দখল করে ব্যক্তিগত জমির সঙ্গে যুক্ত করা একটি স্পষ্ট বেআইনি কর্ম। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, রাস্তা দখলমুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন