আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মশাল মিছিল। বৃহস্পতিবার রাতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সম্পন্ন হয়। এতে তৃণমূল নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ নেন।
স্থানীয় প্রার্থী দাবি জোরদার হওয়ার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্রিয় রয়েছেন।
হাসাদুল ইসলাম হীরা প্রতিদিনই মাঠে সক্রিয়
হাসাদুল ইসলাম হীরা—সাবেক পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। মনোনয়নের দাবিতে তিনি প্রতিদিনই মাঠে কাজ করছেন।
তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন,
“রাজনীতি আমার জীবন। রাজনীতির জন্য স্বৈরশাসনের সময় উপজেলা চেয়ারম্যান পদ হারিয়েছি এবং জেল খেটেছি। জনগণ আমাকে নিয়ে ভাবছে—এলাকার উন্নয়নের স্বপ্ন দেখছে। জনগণের পাশে থেকে আমি কাজ করতে চাই। আশা করছি আমিই দলীয় মনোনয়ন পাবো।”
হাসানুল ইসলাম রাজাও মনোনয়নে সক্রিয়
হাসানুল ইসলাম রাজা, বিএনপি সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য। স্থানীয়ভাবে তিনি সংগঠন এবং গণসংযোগে নিয়মিত সক্রিয় রয়েছেন। সভা-সমাবেশ, তৃণমূলের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কাজের মাধ্যমে তিনিও মনোনয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন,
“সাংগঠনিক ঐক্য ছাড়া বিজয় সম্ভব নয়। আমরা সবাই দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকার সার্বিক উন্নয়নের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। জনগণের ব্যাপক সাড়া আমার পাশে রয়েছে।”
মিছিল শেষে দোয়া মাহফিল
মশাল মিছিল শেষে আয়োজকরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
স্থানীয় প্রার্থী দাবির ব্যানার, স্লোগান ও তৃণমূলের উপস্থিতি—সব মিলিয়ে চাটমোহর এলাকায় নির্বাচনী আবহ ক্রমেই উষ্ণ হয়ে উঠছে।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন