শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

জমি বিক্রির টাকার জটিলতায় বৃদ্ধের গ্যাস ট্যাবলেট সেবন, আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে

জমি বিক্রির টাকার জটিলতায় বৃদ্ধের গ্যাস ট্যাবলেট সেবন, আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে
জমি বিক্রির টাকার জটিলতায় বৃদ্ধের গ্যাস ট্যাবলেট সেবন, আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট বিলপার গ্রামে জমি লেনদেনকে ঘিরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিক্রিত জমির টাকা না পেয়ে দবিরুল ইসলাম (বয়স প্রায় ৬৫) নামে এক বৃদ্ধ মানসিক চাপে পড়ে গ্যাস ট্যাবলেট (ইঁদুরনাশক) সেবন করেছেন বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দবিরুল ইসলাম সম্প্রতি তার প্রতিবেশীর কাছে জমি বিক্রি করেন। তবে বারবার দাবির পরও মূল্য পরিশোধ না হওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়ে হতাশ হন। এর জেরেই বুধবার গভীর রাতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

গ্রামজুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, দবিরুল ইসলাম শান্ত স্বভাবের মানুষ ছিলেন। জমির টাকার জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


জমি বিক্রির টাকার জটিলতায় বৃদ্ধের গ্যাস ট্যাবলেট সেবন, আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুরে

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট বিলপার গ্রামে জমি লেনদেনকে ঘিরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিক্রিত জমির টাকা না পেয়ে দবিরুল ইসলাম (বয়স প্রায় ৬৫) নামে এক বৃদ্ধ মানসিক চাপে পড়ে গ্যাস ট্যাবলেট (ইঁদুরনাশক) সেবন করেছেন বলে পরিবার জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দবিরুল ইসলাম সম্প্রতি তার প্রতিবেশীর কাছে জমি বিক্রি করেন। তবে বারবার দাবির পরও মূল্য পরিশোধ না হওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়ে হতাশ হন। এর জেরেই বুধবার গভীর রাতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।অবস্থা গুরুতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।গ্রামজুড়ে এ ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, দবিরুল ইসলাম শান্ত স্বভাবের মানুষ ছিলেন। জমির টাকার জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত