তারুণ্যের প্রথম ভোট চাঁদাবাজির বিপক্ষে হোক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম এর সংবাদ সম্মেলন। সোমবার রাত সাড়ে ৮ টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই সংবাদ সম্মেলন এর আয়োজন করেন। এসময় সংবাদ সম্মেলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা জামায়াতে ইসলামী আমির ডাঃ মোঃ জাকির হোসেন,সহ আরো অনেকে। এসময় সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ শাহ আলম জানান। কিছু কিছু রাজনৈতিক দল বলছেন সংবিধানে গন ভোট নেই। আমরা বিস্ময় প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সংবিধানে নির্বাচনও কিন্তু নেই। আমরা স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন নেই, ২০২৪ সালের ৭ জানুয়ারী যে নির্বাচন হলো সে নির্বাচনের পর সংবিধানে পরবর্তী নির্বাচন হবে ২০২৯ সালে। এর আগে কোন নির্বাচন নেই। কিন্তু আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় অন্তর্বর্তী কালীন সরকার আছে তাদের ঘোষিত যে ২০২৬ সালের ফেব্রুয়ারীতে যে নির্বাচন হবে তার আগে গন ভোট চাই এবং ২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। পিয়ার চাই, পিয়ার সম্মন্ধে আমার স্পষ্ট করে বলতে চাই। পিয়ার সিস্টেমের মধ্যে দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হবে। উধারন সরূপ একজন প্রার্থী ভোট পেয়েছে ১ লাখ ৫ হাজার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে ১ লাখ ৩ হাজার ৯ শত ভোট পেল তা হলে সে ১১ শত ভোটে হারলো। এখানে ঐ হেরে যাওয়া প্রার্থীর ভোটার গুলো অবমূল্যায়ন হয়। তাই এটা হতে দেয়া হবে না। আমরা চাই প্রত্যেকটা ভোট মূল্যায়িত হোক। এছাড়াও তিনি সাংবাদিকদের কিছু প্রশ্ন উত্তরে ৮ দলীয় ইসলামি জোট হয়ার পথে আছে বলে জানান।

রোববার, ১১ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন