ওপেন নিউজ ২৪

কাশিমপুর মেট্রোথানার ওসি তদন্ত সিদ্দিক আসামির তথ্য চাওয়ায় গড়িমসি

কাশিমপুর মেট্রোথানার ওসি তদন্ত সিদ্দিক আসামির তথ্য চাওয়ায় গড়িমসি

কাশিমপুর মেট্রোথানার ওসি তদন্ত সিদ্দিক আসামির তথ্য চাওয়ায় গড়িমসি। 


মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর। 

(২২ শে নভেম্বর শনিবার) গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানা ইভটিজিং করার দায়ে রাতে ১ জন আসামি আটক হয়।অন্যান্ন মামলায় আটক ১ জন আসামি  রাতে আটক হয়। 

সরেজমিনে গিয়ে জানাযায়,সকাল থেকে সাংবাদিক মোঃ সাহাজুদ্দিন সরকার, সহ একাধিক সাংবাদিক আসামির একাধিকবার তথ্য চায়। 

ফোন দেওয়া হয় ফোন রিসিভ করেননি,  তদন্ত সিদ্দিক বলেন তথ্য নিতে মুন্সি জাহিদের কাছে যেতে বলেন, ওসি তদন্ত সিদ্দিক,  মুন্সির জাহিদের কাছে গেলে বলে আসামি চালান হওয়ার আগে তথ্য দেওয়া যাবেনা, আসামি চালান হলে পরে তাকে কে ফোনে পাওয়া যায়নি। 

শনিবার দুপুরে দিকে  আসামি দুজনকে  আদালতে চালান দেওয়া হলেও সাংবাদিকদের কোন ধরনের তথ্য দেওয়া হয়নি,  তথ্য না পাওয়ায় কয়েকজন সাংবাদিক হতাশ হন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


কাশিমপুর মেট্রোথানার ওসি তদন্ত সিদ্দিক আসামির তথ্য চাওয়ায় গড়িমসি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
কাশিমপুর মেট্রোথানার ওসি তদন্ত সিদ্দিক আসামির তথ্য চাওয়ায় গড়িমসি। মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর। (২২ শে নভেম্বর শনিবার) গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রো থানা ইভটিজিং করার দায়ে রাতে ১ জন আসামি আটক হয়।অন্যান্ন মামলায় আটক ১ জন আসামি  রাতে আটক হয়। সরেজমিনে গিয়ে জানাযায়,সকাল থেকে সাংবাদিক মোঃ সাহাজুদ্দিন সরকার, সহ একাধিক সাংবাদিক আসামির একাধিকবার তথ্য চায়। ফোন দেওয়া হয় ফোন রিসিভ করেননি,  তদন্ত সিদ্দিক বলেন তথ্য নিতে মুন্সি জাহিদের কাছে যেতে বলেন, ওসি তদন্ত সিদ্দিক,  মুন্সির জাহিদের কাছে গেলে বলে আসামি চালান হওয়ার আগে তথ্য দেওয়া যাবেনা, আসামি চালান হলে পরে তাকে কে ফোনে পাওয়া যায়নি। শনিবার দুপুরে দিকে  আসামি দুজনকে  আদালতে চালান দেওয়া হলেও সাংবাদিকদের কোন ধরনের তথ্য দেওয়া হয়নি,  তথ্য না পাওয়ায় কয়েকজন সাংবাদিক হতাশ হন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত