রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
ওপেন নিউজ ২৪

হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগ

হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগ
হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগ

হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগ


রংপুর প্রতিনিধি


রংপুরের হারাগাছ থানার চর চতুরা কলমদার পাড়ায় বিধবা আছিয়ার ওপর সংঘটিত গর্ভপাত, জিম্মি করা ও জোরপূর্বক বিয়ের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আছিয়া নিজেই থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর বিধবা আছিয়া জীবিকার তাগিদে গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সুযোগে স্থানীয় মোঃ হাসেন আলী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে আছিয়া চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানার পর হাসেন আলী গর্ভপাত করানোর জন্য বিধবা আছিয়ার ওপর নানামুখী চাপ সৃষ্টি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ‘মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনস্টিক সেন্টার’-এ নিয়ে গিয়ে ওষুধের মাধ্যমে জোরপূর্বক গর্ভপাত করানো হয়।এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনাটি জানাজানি হলে হাসেন আলী ও তার সহযোগীরা বিধবা আছিয়াকে আবারও অস্ত্রের মুখে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ের আয়োজন করেন। প্রায় ৪৫ দিন পর সুযোগে আছিয়া পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই নিয়মিত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।মামলার আসামিরা হলেন।১) মোঃ হাসেন আলী২) মোঃ আলম বাদশা৩) হোসেন আলী৪) মোঃ এরশাদ আলী৫) মোঃ আরিফুল হক৬) মোঃ মিন্টু মিয়া৭) মোঃ শফিকুল মিয়া৮) মোঃ ওলিউল্ল্যাহ (চিকা)হারাগাছ থানার পুলিশ জানায়, আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সাতজনকে ধরতে অভিযান চলছে।এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫


হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image
হারাগাছে বিধবা আছিয়াকে জিম্মি করে গর্ভপাত ও জোরপূর্বক বিয়ের অভিযোগরংপুর প্রতিনিধিরংপুরের হারাগাছ থানার চর চতুরা কলমদার পাড়ায় বিধবা আছিয়ার ওপর সংঘটিত গর্ভপাত, জিম্মি করা ও জোরপূর্বক বিয়ের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আছিয়া নিজেই থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর বিধবা আছিয়া জীবিকার তাগিদে গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সুযোগে স্থানীয় মোঃ হাসেন আলী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে আছিয়া চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানার পর হাসেন আলী গর্ভপাত করানোর জন্য বিধবা আছিয়ার ওপর নানামুখী চাপ সৃষ্টি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ‘মেরী স্টেপস হেলথ সোসাইটি ডায়াগনস্টিক সেন্টার’-এ নিয়ে গিয়ে ওষুধের মাধ্যমে জোরপূর্বক গর্ভপাত করানো হয়।এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনাটি জানাজানি হলে হাসেন আলী ও তার সহযোগীরা বিধবা আছিয়াকে আবারও অস্ত্রের মুখে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ের আয়োজন করেন। প্রায় ৪৫ দিন পর সুযোগে আছিয়া পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই নিয়মিত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।মামলার আসামিরা হলেন।১) মোঃ হাসেন আলী২) মোঃ আলম বাদশা৩) হোসেন আলী৪) মোঃ এরশাদ আলী৫) মোঃ আরিফুল হক৬) মোঃ মিন্টু মিয়া৭) মোঃ শফিকুল মিয়া৮) মোঃ ওলিউল্ল্যাহ (চিকা)হারাগাছ থানার পুলিশ জানায়, আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সাতজনকে ধরতে অভিযান চলছে।এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত