গোপালগঞ্জের আদালতপাড়ায় বিকট শব্দে ২ টি ককটেল বিস্ফোরণ ৩ ঘন্টা আগে

লামায় নাজু কোং প্রদত্ত অলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফাইতং ইউনিয়ন আব্দুল জলিল কোং ১০ ঘন্টা আগে

নড়াইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ১১ ঘন্টা আগে

দারুল হিকমাহ নূরানী মডেল মাদ্রাসা ও মাতাব্বর পাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে আনাস বিন ফায়সালের অসাধারণ সাফল্য ১৫ ঘন্টা আগে

সালথায় নির্বাচনী আচরণবিধি মানতে পোস্টার অপসারণ করল জামায়াত ১৬ ঘন্টা আগে
ওপেন নিউজ ২৪
সারাদেশ

সারাদেশ

নেত্রকোনা কলমাকান্দায় আরও এক সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা কলমাকান্দায় আরও এক সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বোগাই নদীর ওপর ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতু নির্মাণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


এর আগে তিনি কলমাকান্দা উপজেলায় বিশাড়া, ডাইয়াকান্দা, কান্তপুর, রানীগাঁওসহ বেশ কয়েকটি স্থানে সেতু নির্মাণ করেছেন। 


বুধবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও এলাকায় নবনির্মিত সেতুটি স্থানীয়দের অংশগ্রহণে শিক্ষার্থীরা এর উদ্বোধন করেন। এই সেতু নির্মাণের ফলে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাটী ইউনিয়নের বোগাই নদী পার হয়ে দুইটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদের মুসল্লি, দুইটি মাদ্রাসা ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এছাড়া ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই নদী দিয়ে পারাপার করতে হয়। বেশকিছু দিন পূর্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এখানে একটি অস্থায়ী সেতু তৈরি করেন। বর্তমানে পুরোনো এই কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় গ্রামবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক। সম্প্রতি এলাকাবাসী এ বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালকে জানালে তিনি উদ্যোগ নেন নতুন কাঠের সেতু নির্মাণের।


স্থানীয় বাসিন্দা হৃদয় শেখ বলেন, আগে ভাঙাচোরা এই সেতুর পারাপার হতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হতো। বর্তমানে সেতুটি নতুন করে তৈরি করে দেওয়ায় আমরা কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।


দক্ষিণ রাণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান রনি বলেন, সেতু নির্মাণের ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমেছে। এখন নির্বিঘ্নে শিক্ষার্থীরা বিদ্যালয় আসা-যাওয়া করতে পারবে। 


এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সীমিত সাধ্যের মধ্যে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।


তিনি জানান, এই সেতুটি নির্মিত হওয়ায় বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে সহায়ক হবে। এছাড়া স্থানীয় মসজিদে মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।


তিনি আরও বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


নেত্রকোনা কলমাকান্দায় আরও এক সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বোগাই নদীর ওপর ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতু নির্মাণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এর আগে তিনি কলমাকান্দা উপজেলায় বিশাড়া, ডাইয়াকান্দা, কান্তপুর, রানীগাঁওসহ বেশ কয়েকটি স্থানে সেতু নির্মাণ করেছেন। বুধবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও এলাকায় নবনির্মিত সেতুটি স্থানীয়দের অংশগ্রহণে শিক্ষার্থীরা এর উদ্বোধন করেন। এই সেতু নির্মাণের ফলে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাটী ইউনিয়নের বোগাই নদী পার হয়ে দুইটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদের মুসল্লি, দুইটি মাদ্রাসা ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এছাড়া ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই নদী দিয়ে পারাপার করতে হয়। বেশকিছু দিন পূর্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এখানে একটি অস্থায়ী সেতু তৈরি করেন। বর্তমানে পুরোনো এই কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় গ্রামবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক। সম্প্রতি এলাকাবাসী এ বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালকে জানালে তিনি উদ্যোগ নেন নতুন কাঠের সেতু নির্মাণের।স্থানীয় বাসিন্দা হৃদয় শেখ বলেন, আগে ভাঙাচোরা এই সেতুর পারাপার হতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হতো। বর্তমানে সেতুটি নতুন করে তৈরি করে দেওয়ায় আমরা কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।দক্ষিণ রাণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান রনি বলেন, সেতু নির্মাণের ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমেছে। এখন নির্বিঘ্নে শিক্ষার্থীরা বিদ্যালয় আসা-যাওয়া করতে পারবে। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সীমিত সাধ্যের মধ্যে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।তিনি জানান, এই সেতুটি নির্মিত হওয়ায় বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে সহায়ক হবে। এছাড়া স্থানীয় মসজিদে মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।তিনি আরও বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত