সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
ওপেন নিউজ ২৪

চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা

​সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকার নিয়ে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম নগরীর জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

​নগরীর প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি কমপ্লেক্স, ওয়াপদা মোড়, হালিশহরে সন্ধ্যা ৬টায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। সরকার কর্তৃক অনুমোদিত (গভ. রেজিঃ নং—১৩২৭৬) এই ফাউন্ডেশনের এই উদ্যোগকে ঘিরে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ্ব আবুল বাশার আবু। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং বলেন, "এই তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

​প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম। তিনি মানবসেবার আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব মোঃ মাহফুজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সূচনা বক্তব্য দেন সাংবাদিক ও ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব এমরানুল ইসলাম মুকুল।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী। তিনি বলেন, "জিপিএ–৫ প্রাপ্ত এই শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু সম্মাননা নয়; বরং তাদের ভবিষ্যতের প্রতি সংগঠনের আস্থার বহিঃপ্রকাশ। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার্ড কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য জনাব আলহাজ্ব কাজী এম এম ইউসুফ আলী চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ ওসমান, এবং ফাউন্ডেশনের মক্কা শাখার সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ।

​সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্নযাত্রায় নতুন শক্তি ও প্রেরণার সঞ্চার হবে বলে আয়োজক সংগঠন আশাবাদ ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬


চট্টগ্রামে জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image
​সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত থাকার অঙ্গীকার নিয়ে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন গত মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম নগরীর জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।​নগরীর প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি কমপ্লেক্স, ওয়াপদা মোড়, হালিশহরে সন্ধ্যা ৬টায় এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। সরকার কর্তৃক অনুমোদিত (গভ. রেজিঃ নং—১৩২৭৬) এই ফাউন্ডেশনের এই উদ্যোগকে ঘিরে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও জনাব আলহাজ্ব আবুল বাশার আবু। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং বলেন, "এই তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"​প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম। তিনি মানবসেবার আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব মোঃ মাহফুজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সূচনা বক্তব্য দেন সাংবাদিক ও ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব এমরানুল ইসলাম মুকুল।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী। তিনি বলেন, "জিপিএ–৫ প্রাপ্ত এই শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু সম্মাননা নয়; বরং তাদের ভবিষ্যতের প্রতি সংগঠনের আস্থার বহিঃপ্রকাশ। একটি শিক্ষিত প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার্ড কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য জনাব আলহাজ্ব কাজী এম এম ইউসুফ আলী চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ ওসমান, এবং ফাউন্ডেশনের মক্কা শাখার সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ।​সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্নযাত্রায় নতুন শক্তি ও প্রেরণার সঞ্চার হবে বলে আয়োজক সংগঠন আশাবাদ ব্যক্ত করেছে।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত