রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় উত্তরা ১২-১৩ নম্বর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও যুবদল মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুল জামান।
বিক্ষোভকারীরা অবিলম্বে কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে। এসব বর্বরতা বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।
মিছিল শেষে সমাবেশে শিমুল আহমেদ বলেন,
“আমরা কিবরিয়া হত্যার বিচার চাই। বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাই গুম-খুনের শিকার হয়েছেন—আমরা তাদেরও বিচার চাই। আমাদের প্রধান দাবি, এই সরকারের আমলে যেন আর কোনো ভাই গুম বা খুনের শিকার না হয়।”
মো. কামরুল জামান বলেন, “ঠিক দুই দিন আগে আমাদের সহযোদ্ধা কিবরিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত—তাদের দ্রুত বিচার নিশ্চিত না হলে আমাদের দুর্বার আন্দোলন চলবে। আমরা অনেক ভাইকে হারিয়েছি, সামনে আর কাউকে হারাতে চাই না। ভবিষ্যতে যেন কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে জনসাধারণের এই অংশগ্রহণ বিক্ষোভকে আরও বেগবান করে তোলে। নেতাকর্মীরা ঘোষণা দেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন