ওপেন নিউজ ২৪

রয়মন মোস্তফার নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ, আতঙ্কে আউকপাড়া

রয়মন মোস্তফার নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ, আতঙ্কে আউকপাড়া

আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের অংশবিশেষের নেতা রয়মন মোস্তফার নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে গত ১৭ নভেম্বর বিকেলে আউকপাড়ার মাজার গেট এলাকায় নবাব স্টেটের জমি লিজি সম্প্রদায়ের সদস্যদের উপর এ হামলা চালানো হয়।


হামলাকারীরা এলাকায় লিজি সদস্যদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি একটি স্থানীয় অফিস এবং সরকারি সাইনবোর্ড ভাঙচুর করে।


এই হামলায় লিজি সম্প্রদায়ের তিনজন নিরীহ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ একটি মেডিকেলে ভর্তি করান। 


জানা গেছে, তারা এখনও চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে মোঃ রানা খান ও আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী রয়মন মোস্তফা গত এক সপ্তাহ আগে থেকেই এলাকার সদস্যদের কাছ থেকে প্লটপ্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তারা জানান।


হামলার সাথে জড়িত  স্থানীয় যে সকল রাজনৈতিক ব্যক্তি ও কর্মীর নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে আছেন: হালিম (ওরফে লুচ্চা হালিম) , আলাল - ইয়াবার ডিলার, সালেহীন খান সাঈদ (ওরফে পিস্তল সাঈদ)  সালাম (ওরফে মদ সালাম), কবির (ওরফে কালা কবির) - রাশেদ - ক্যাডার , মেহেদী (ওরফে পাঠা মেহেদী) এবং আলামিন  


স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রয়মন মোস্তফা, শাকিল ও ফারহান ছাত্রদলের কমিটিতে আসার পর থেকেই চাঁদাবাজি শুরু করেছে। তাদের এই কর্মকাণ্ড দলটির ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে।


এলাকার স্থানীয় জনগণ ছাত্রদলের ভাবমূর্তি নষ্টকারী এই সন্ত্রাসী বাহিনীকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কার এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫


রয়মন মোস্তফার নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ, আতঙ্কে আউকপাড়া

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image
আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের অংশবিশেষের নেতা রয়মন মোস্তফার নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে গত ১৭ নভেম্বর বিকেলে আউকপাড়ার মাজার গেট এলাকায় নবাব স্টেটের জমি লিজি সম্প্রদায়ের সদস্যদের উপর এ হামলা চালানো হয়।হামলাকারীরা এলাকায় লিজি সদস্যদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি একটি স্থানীয় অফিস এবং সরকারি সাইনবোর্ড ভাঙচুর করে।এই হামলায় লিজি সম্প্রদায়ের তিনজন নিরীহ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ একটি মেডিকেলে ভর্তি করান। জানা গেছে, তারা এখনও চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে মোঃ রানা খান ও আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী রয়মন মোস্তফা গত এক সপ্তাহ আগে থেকেই এলাকার সদস্যদের কাছ থেকে প্লটপ্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তারা জানান।হামলার সাথে জড়িত  স্থানীয় যে সকল রাজনৈতিক ব্যক্তি ও কর্মীর নাম উল্লেখ করেছেন, তাদের মধ্যে আছেন: হালিম (ওরফে লুচ্চা হালিম) , আলাল - ইয়াবার ডিলার, সালেহীন খান সাঈদ (ওরফে পিস্তল সাঈদ)  সালাম (ওরফে মদ সালাম), কবির (ওরফে কালা কবির) - রাশেদ - ক্যাডার , মেহেদী (ওরফে পাঠা মেহেদী) এবং আলামিন  স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রয়মন মোস্তফা, শাকিল ও ফারহান ছাত্রদলের কমিটিতে আসার পর থেকেই চাঁদাবাজি শুরু করেছে। তাদের এই কর্মকাণ্ড দলটির ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে।এলাকার স্থানীয় জনগণ ছাত্রদলের ভাবমূর্তি নষ্টকারী এই সন্ত্রাসী বাহিনীকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কার এবং তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত