ওপেন নিউজ ২৪

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর খানের ৫০তম জন্মদিন

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর খানের ৫০তম জন্মদিন

গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর খানের জন্মদিনকে কেন্দ্র করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা বইছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এই ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানাতে সারাদিন ব্যস্ত ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


জানা গেছে, দিনটি উপলক্ষে স্থানীয় বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলমগীর খানকে শুভেচ্ছা জানানো হয়। অনেকেই সরাসরি দেখা করে, আবার কেউ কেউ ফোন ও সামাজিক মাধ্যমে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেন।


আলমগীর খান শুধু সাংবাদিকদের প্রিয় মুখ নয়, সমাজসেবা, ফুটবল রেফারিং, শিল্প-সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাঁর রুচিবোধ, ফ্যাশন সচেতনতা, মননশীলতা এবং অমিতাভ তারুণ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশংসা রয়েছে। শিল্প, সঙ্গীত ও কবিতার প্রতি তাঁর অনুরাগ তাকে বহু সহকর্মীর কাছে অনুপ্রেরণার মানুষ করে তুলেছে।


জন্মদিন উপলক্ষে কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন সামাজিক মাধ্যমে লিখেছেন—

আলমগীর খান তাঁর মায়ের আদরের ভাই, জন্মের মুহূর্ত থেকেই পরিবারে বিশেষ আবেগের স্থান দখল করা এক মানুষ। রুচি, মনন, সঙ্গীতচর্চা, ফুটবল রেফারিং—প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বকীয়তা দেখিয়েছেন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সৃজনশীল জীবনের কামনা করেন তিনি।


অন্যদিকে, শিক্ষক ও কবি মিঠুন সিদ্দিকী লিখেছেন মানবিকতার কাছে ঋণী সেইসব মানুষদের প্রতি কৃতজ্ঞতার কথা, যারা দুর্দিনে পাশে দাঁড়ান। তাঁর লেখায় আলমগীর খানকে দুর্দিনের নির্ভরযোগ্য শক্তি বলে উল্লেখ করা হয়। জীবনের গভীর বাস্তবতা, হতাশা আর সংগ্রামের কথা তুলে ধরে তিনি আলমগীর খানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।


শিক্ষক-কবি অমিতাভ হালদার তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন—

আলমগীর খানের সান্নিধ্য মুহূর্তেই জীবন আলোকিত করে। শিল্প-সাহিত্যচর্চায় তাঁর আন্তরিকতা ও জ্ঞানগর্ভ আলোচনার প্রশংসা করে তিনি সুস্থ, দীর্ঘায়ু ও আনন্দময় জীবনের শুভকামনা জানান।

গাজীপুর সাংবাদিক পরিষদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ লেখেন, 'আলমগীর খান সাহেব সংবেদনশীল ব্যক্তিত্ব। অন্যায়, অশুভ ও অসুন্দরের বিরুদ্ধে তিনি সজাগ কন্ঠস্বর।

স্থানীয় সাংবাদিক সমাজও দিনভর তাঁকে শুভেচ্ছা জানায়। কেউ তাঁর বাড়িতে গিয়ে, কেউ বার্তা পাঠিয়ে শুভকামনা করেন। জানা গেছে, জন্মদিন উপলক্ষে একটি অনানুষ্ঠানিক শুভেচ্ছা সমাবেশেরও আয়োজন করা হয়েছে।


গাজীপুরের সাংবাদিক মহলে আলমগীর খানকে একজন দায়িত্বশীল, উদার ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে সমাদর করা হয়। তাঁর জন্মদিনে সহযোগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেছেন—আগামী দিনেও তিনি একইভাবে সমাজ ও সাংবাদিকতার কল্যাণে কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫


গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর খানের ৫০তম জন্মদিন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image
গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর খানের জন্মদিনকে কেন্দ্র করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা বইছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এই ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানাতে সারাদিন ব্যস্ত ছিলেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।জানা গেছে, দিনটি উপলক্ষে স্থানীয় বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলমগীর খানকে শুভেচ্ছা জানানো হয়। অনেকেই সরাসরি দেখা করে, আবার কেউ কেউ ফোন ও সামাজিক মাধ্যমে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করেন।আলমগীর খান শুধু সাংবাদিকদের প্রিয় মুখ নয়, সমাজসেবা, ফুটবল রেফারিং, শিল্প-সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাঁর রুচিবোধ, ফ্যাশন সচেতনতা, মননশীলতা এবং অমিতাভ তারুণ্য নিয়ে বিভিন্ন মহলে প্রশংসা রয়েছে। শিল্প, সঙ্গীত ও কবিতার প্রতি তাঁর অনুরাগ তাকে বহু সহকর্মীর কাছে অনুপ্রেরণার মানুষ করে তুলেছে।জন্মদিন উপলক্ষে কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন সামাজিক মাধ্যমে লিখেছেন—আলমগীর খান তাঁর মায়ের আদরের ভাই, জন্মের মুহূর্ত থেকেই পরিবারে বিশেষ আবেগের স্থান দখল করা এক মানুষ। রুচি, মনন, সঙ্গীতচর্চা, ফুটবল রেফারিং—প্রতিটি ক্ষেত্রেই তিনি স্বকীয়তা দেখিয়েছেন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সৃজনশীল জীবনের কামনা করেন তিনি।অন্যদিকে, শিক্ষক ও কবি মিঠুন সিদ্দিকী লিখেছেন মানবিকতার কাছে ঋণী সেইসব মানুষদের প্রতি কৃতজ্ঞতার কথা, যারা দুর্দিনে পাশে দাঁড়ান। তাঁর লেখায় আলমগীর খানকে দুর্দিনের নির্ভরযোগ্য শক্তি বলে উল্লেখ করা হয়। জীবনের গভীর বাস্তবতা, হতাশা আর সংগ্রামের কথা তুলে ধরে তিনি আলমগীর খানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।শিক্ষক-কবি অমিতাভ হালদার তাঁর শুভেচ্ছা বার্তায় লেখেন—আলমগীর খানের সান্নিধ্য মুহূর্তেই জীবন আলোকিত করে। শিল্প-সাহিত্যচর্চায় তাঁর আন্তরিকতা ও জ্ঞানগর্ভ আলোচনার প্রশংসা করে তিনি সুস্থ, দীর্ঘায়ু ও আনন্দময় জীবনের শুভকামনা জানান।গাজীপুর সাংবাদিক পরিষদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ লেখেন, 'আলমগীর খান সাহেব সংবেদনশীল ব্যক্তিত্ব। অন্যায়, অশুভ ও অসুন্দরের বিরুদ্ধে তিনি সজাগ কন্ঠস্বর।স্থানীয় সাংবাদিক সমাজও দিনভর তাঁকে শুভেচ্ছা জানায়। কেউ তাঁর বাড়িতে গিয়ে, কেউ বার্তা পাঠিয়ে শুভকামনা করেন। জানা গেছে, জন্মদিন উপলক্ষে একটি অনানুষ্ঠানিক শুভেচ্ছা সমাবেশেরও আয়োজন করা হয়েছে।গাজীপুরের সাংবাদিক মহলে আলমগীর খানকে একজন দায়িত্বশীল, উদার ও সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে সমাদর করা হয়। তাঁর জন্মদিনে সহযোগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেছেন—আগামী দিনেও তিনি একইভাবে সমাজ ও সাংবাদিকতার কল্যাণে কাজ করে যাবেন।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত