ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা উত্তরন নিয়ে করণীয় মতবিনিময় সভায় ঢাকা ১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়ার জোর দাবি ব্যবসায়ী নেতৃবৃন্দদের।
রাজধানীর উত্তরা ক্লাবে আজ বেলা ১২টায় দেশের চলমান ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা উত্তরণে করণীয় বিষয়গুলো নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং রপ্তানি খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, বর্তমান সময়ে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলার সংকট, ব্যাংকিং জটিলতা, আমদানি–রপ্তানিতে বাধা এবং ব্যয় বৃদ্ধি—সব মিলিয়ে ব্যবসার পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেকেই মন্তব্য করেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের উৎপাদন ও রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী সংকট মোকাবেলা এবং রপ্তানির নিম্নমুখী ধারা থেকে উত্তরণের জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সরকার, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা গেলে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নেওয়া সম্ভব হবে।
এছাড়াও ঢাকা ১৮ আসন থেকে রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বিএনপি থেকে মনোনয়ন চাওয়াই, দল থেকে তাকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, নীতি সহায়তা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের বিকল্প নেই।

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন